২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউসেপের মধ্যে চুক্তি স্বাক্ষর

-

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইউসেপ বাংলাদেশের যৌথ উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ‘ইউসেপ-এসআইবিএল দক্ষতা প্রশিক্ষণ প্রকল্প’ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল এসআইবিএল এবং ইউসেপের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এবং ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যের মধ্যে এসআইবিএলের পরিচালক মো: কামাল উদ্দিন, মিসেস জেবুন্নেসা আকবর, প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান ও আরশাদুল আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement