২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আ’লীগ পাকিস্তান থেকে পেঁয়াজ আনতে পারে, আমরা বললেই দোষ : মির্জা আব্বাস

- নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, বিনা ভোটের সরকার বিনা কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে, একমাত্র লুটপাট করে দেশটাকে চুষে খাওয়ার জন্যই তাকে আটকে রেখেছে সরকার। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে গণতন্ত্র ফেরাতে বেগম জিয়াকে মুক্ত করতে হবে। এ সরকার সহসাই বেগম জিয়াকে মুক্তি দেবে না। দুর্বার আন্দোলনের প্রাক প্রস্তুতি শুরু হয়ে গেছে। আপনারা আন্দোলনের প্রস্তুতি নেন, আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন ও উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে মির্জা আব্বাস আরো বলেন, ভারতের কাছ থেকে দীর্ঘ বছরেও তিস্তা নদীর পানি বন্টনে ন্যায্য হিস্যা পায়নি বাংলাদেশ। ২৫ টাকার পিয়াজ ৩০০ টাকায় বিক্রি হয়েছে। তারপরও ভারত পিয়াজ দেয়নি। অথচ প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ফেনী নদীর পানি দেয়ার চুক্তি করে বন্ধুত্ব রক্ষা করেছেন। আওয়ামী লীগ সরকার পাকিস্তান থেকে পিয়াজ আনতে পারে, তাতে দোষ হয় না, আমরা কথা বললেই দোষ হয়ে যায়।

বরিশালে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
এদিকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে বরিশাল নগরীর নাজিরেরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ২৭ নভেম্বর দায়ের করা একটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো তিনটি মামলা রয়েছে। দুপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সমাবেশ শেষে তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement