২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভোলার ৩টি আসনে বিএনপি জোটের মনোনয়নপত্র দাখিল

ভোলার ৩টি আসনে বিএনপি জোটের মনোনয়নপত্র দাখিল - সংগৃহীত

ভোলা-১ সদর আসেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ ৩টি আসনে বিএনপি জোটের প্রার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম এবং ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভোলা-৩ আসন থেকে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন বুধবার তার মনোনয়নপত্র দাখিল করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক এর কাছে বিজেপির সহ-সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যারিস্টার পার্থ এর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর রিটার্নিং অফিসারের কাছে ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রহিমের পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর আগে দুপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা-৪ আসনের বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন আলম সহকারী রিটানিং অফিসার ও চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিনের কাছে মনোনয়ন জমা দিয়েছেন।

এসময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থি ছিলেন।

এদিকে দীর্ঘ দুই বছর পর বিএনপির সাবেক এমপি নাজিম আলম তাঁর নির্বাচনী এলাকায় আসায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে। একপর্যায়ে তিনি নিজ বাড়ির সামনে কয়েক হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement