০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ভাণ্ডারিয়া শহরের সড়কে ধস : বাঁশের পাটাতন দিয়ে চলাচল

-

উপকূলে একের পর এক ধেয়ে আসা ঘূর্ণিঝড় এবং প্রতিনিয়ত জোয়ারভাটার কবলে পড়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরের ভুবেনশ্বর ব্রিজ-সেরাজ মিয়ার স মিল-নতুন মন্ত্রী বাড়ি সড়কের মাঝখানে ভেঙে যায়। এরপর চলাচলের জন্য বাঁশের পাটাতন জোড়া লাগিয়ে চলাচলে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। তবে হাঁটাচলা করা গেলেও যানবাহন চলাচল বন্ধ। ফলে ভোগান্তি পোহাচ্ছে পাঁচ টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। সরেজমিন দেখা গেছে, সড়কটির দৈর্ঘ্য দেড় কিলোমিটার। পৌর শহরের ভুবেনশ্বর ব্রিজ হয়ে (দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের সেরাজ মিয়ার স মিল) নতুন মন্ত্রী বাড়ি সড়ক পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশ ভেঙে বিলীন হয়ে গেছে মোল্লার খালে। ওই সড়কের মাঝখানে ভেঙে যাওয়া অংশে বাঁশ ও সুপারি গাছের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে মানুষ। ভেঙে যাওয়া সড়কের পশ্চিম পাশে রয়েছে ভাণ্ডারিয়া পৌর শহর, স্কুল-কলেজ, হাসপাতাল ও সরকারি-বেসরকারি অফিস-আদালতসহ প্রয়োজনীয় সব প্রতিষ্ঠান ও সড়কের পূর্ব পার্শ্বে শুধু লোকালয়। স্থানীয় লোকজন জানান, ভাঙা সড়ক সংস্কারের জন্য উপজেলা পৌর সভা ও বিভিন্ন দফতরে আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি।
পূর্ব ভাণ্ডারিয়া ৭৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, সাঁকোর ওপর দিয়ে শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পারাপার করছে। পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের বাসিন্দা হেময়েত মোল্লা বলেন, আমাদের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ-পূর্ব ভাণ্ডারিয়া পৌর শহরের স্থানীয় জনপ্রতিনিধি ইউনুস আলী আকন বহু আগে মারা গেছেন। এ অবস্থায় দীর্ঘ দিন ধরে ‘সড়কটির ভেঙে বেহাল অবস্থ্ াবিরাজ করায়, আমি নিজ উদ্যোগে জনগণের চলাচলের সুবিধার্থে ওই ভাঙা সড়কের ওপর বাঁশ ও সুপারি গাছ ফেলে সাঁকো স্থাপন করেছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো: নাজমুল আলম বলেন, ভাঙা সড়ক সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল