৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


বকশীগঞ্জে দশানী নদীতে বালু উত্তোলন বন্ধ

-

জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১২টায় দক্ষিণ কুশলনগর গ্রামের পাশে দশানী নদীতে বালু উত্তোলন বন্ধ করে দিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত দু’টি ড্রেজার ও ২৪০০ মিটার পাইপ তাৎক্ষণিক পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ড্রেজার মালিক না পাওয়া যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি।
জানা গেছে, দক্ষিণ কুশলনগর এলাকার প্রভাবশালীরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য দীর্ঘ দিন ধরে প্রশাসনের অগোচরে অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। বালু উত্তোলনের ফলে নদীভাঙনের পাশাপাশি আবাদি জমি নদীতে বিলীন হতে থাকায় স্থানীয় কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করেন।
ইউএনও জামশেদ খোন্দকার বিষয়টি আমলে নিয়ে সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ও বকশীগঞ্জ থানার ওসি হযরত আলীকে সাথে নিয়ে ওই গ্রামে অভিযানে যান।


আরো সংবাদ



premium cement