০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


  পঞ্চগড়ে ১০ জনকে অচেতন করে এক লাখ টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

-

পঞ্চগড়ে একই পরিবারের ১০ জনকে অচেতন করে এক লাখ টাকাসহ ৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে পঞ্চগড় পৌর এলাকার তেলিপাড়া এলাকায় দুঃসাহসিক ওই চুরির ঘটনা ঘটে। গতকাল শনিবার সকালে ঘুমে অচেতন ১০ জন নারী-পুরুষ ও শিশুকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের দাবি, রাতের খাবারের সাথে তাদের ঘুমের ওষুধ জাতীয় কিছু খাওয়ানো হতে পারে।
পঞ্চগড়ের আহমদনগর তেলিপাড়া এলাকায় মোসলেম উদ্দিনের বাড়িতে শুক্রবার রাতে তার বাবা আলিমদ্দিনের কুলখানি ও দোয়ার অনুষ্ঠান ছিল। এ জন্য বাড়িতে মরহুম আলিমদ্দিনের মেয়ে জামাইয়ের পরিবারের সদস্যরা ছিলেন। দোয়া অনুষ্ঠান শেষে রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। গতকাল শনিবার সকাল ৮টায় মোছলেম উদ্দিন ঘুম থেকে উঠে দেখেন বাড়ির সবাই অঘোরে ঘুমাচ্ছে। একপর্যায়ে তিনি বুঝতে পারেন বাড়ির সব ঘরের দরজা ভাঙা এবং এক লাখ টাকাসহ অতিথিদের মিলিয়ে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে।
মোছলেম উদ্দিনের ছোট ভাই কুয়েত প্রবাসী সালাউদ্দিন বলেন, বাবার মৃত্যুর খবরে বাড়িতে আসি। দোয়া অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি বাড়ির সবাই অঘোরে ঘুমাচ্ছিলেন। ঘরের দরজা জানালা ভাঙার পরও আমরা টের পাইনি। কিভাবে কি হলো বুঝতে পারছি না। আমাদের এক লাখ টাকাসহ প্রায় ৫ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আলমগীর হোসেন বলেন, প্রাথমিকভাবে পানির সাথে চেতনানাশক কিছু খাইয়ে চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে মনে হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

 


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল