০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


গহিন অরণ্যে আশার আলো জিরু বক ছড়ার পিসি গার্ডার সেতু

-

শঙ্খ নদীর সাথে ঘন সবুজ পাহাড় বেষ্টিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ী জনপদ ধোপাছড়ির গহিন অরণ্যে আশার আলো হয়ে উঠছে জিরু বক ছড়ার ওপর নির্মাণাধীন পিসি গার্ডার সেতু। ৪ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ৮১ মিটার লম্বা ও ৭ দশমিক ৩ মিটার প্রশস্ত অত্যাধুনিক প্রযুক্তির পিসি (প্রি-স্ট্রেইট) গার্ডার এই সেতু নির্মিত হলে অবহেলিত এই জনপদের সাথে সড়ক পথে উপজেলার সরাসরি যোগাযোগ ঘটবে, সেই সাথে যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পাল্টে যাবে এখানকার অর্থনৈতিক অবস্থা। ইতোমধ্যে সেতুর ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই সেতু নির্মাণ সমাপ্ত হওয়ার স্বপ্ন দেখছেন এলাকাবাসী।
সরেজমিন গিয়ে দেখা দুর্গম এই পাহাড়ী জনপদে যেখানে মানুষ চলাচলই কষ্টসাধ্য সেখানে বালু পাথর রড ও সিমেন্ট বহন করে সেতুর ৬০ ভাগ কাজ এগিয়ে নেয়াটা প্রায় অসম্ভব হলেও তা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে ঠিকাদার। পাহাড় চিরে বয়ে যাওয়া শঙ্খ নদীর সাথে পাহাড়ের ঝর্ণাধারায় উৎপত্তি জিরু বক ছড়া এসে মিশেছে সেই নদী ও ছড়ার মুখে নির্মাণ হচ্ছে এই সেতু।
পাহাড়ী জনপদের স্থায়ী বাসিন্দারা জানিয়েছেন, এই সেতু নির্মাণ হলে আমরাও চন্দনাইশ উপজেলার সাথে সরাসরি যোগাযোগ করতে পারব। এখানকার উৎপাদিত লেবু শাকসবজি সহজে বহন করে নেয়া যাবে। ধোপাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল আলম বলেন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকার এমপি আলহাজ মো: নজরুল ইসলাম চৌধুরীর প্রচেষ্টায় আজ এই সেতু নির্মাণ হচ্ছে। তিনি বলেন, এই সেতু নির্মাণ হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। চন্দনাইশ উপজেরা প্রকৌশলী মো: বিল্লাল হোসেন বলেন, পাহাড়ী জনপদে কংক্রিটের সেতু নির্মাণ কষ্টসাধ্য হলেও তা এখন বাস্তবায়নের পথে।


আরো সংবাদ



premium cement
চলচ্চিত্রে সমস্যা ও উত্তরণে গোলটেবিল বৈঠক এখনো মুক্তি পাননি মাওলানা মামুনুল হক বগুড়ায় শজিমেক ছাত্রাবাসে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ ভাঙচুর, আহত ১৩ আশরাফুল ইসলাম শাহীনের ইন্তেকাল গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ দিনকাল সাংবাদিক শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন ১১ মে কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুরের পরিবারকে ভবন নির্মাণে অনাপত্তিপত্র ডিএসসিসির জবি শিক্ষক সেকান্দারের বিচারের সুপারিশ বিভাগীয় কমিটির শুক্রবার দেশে আসবে মোহাম্মদ আলীর লাশ, শনিবার দাফন ইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিলো তুরস্ক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ইরান

সকল