০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


প্রতিবন্ধী কদম আলী নিজ পায়ে দাঁড়াতে চান

-

সিরাজগঞ্জের কাজিপুরের দুর্গম চরাঞ্চলে খাষশুড়িবেড় গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে প্রতিবন্ধী কদম আলী ভিক্ষাবৃত্তি নয়; কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চান।
গত বুধবার কদম আলীর বাড়িতে গিয়ে দেখা যায় তিনি জামা তৈরির কাজ করছেন। কদম আলী জানান, জন্মগতভাবে তিনি প্রতিবন্ধী। ১০ বছর বয়সে তার বাবা মারা যান। যমুনার ভাঙনে অনেক আগেই জমিজমা হারিয়ে নিঃস্ব ছিলেন তারা। একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। বাবার অবর্তমানে তার মা ঝিয়ের কাজ করে সংসারের হাল ধরেন; কিন্তু বালক কদম আলীর মনে তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সে সময় থেকেই তার চিন্তা ছিল নিজে কিছু করা।
একটি সেলাই মেশিন তাকে নিজ পায়ে দাঁড়াতে সহায়তা করে। স্থানীয় দানশীলদের মাধ্যমে পাওয়া সেলাই মেশিন দিয়ে তিনি কাজ শুরু করেন। কদম আলী এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন।
কদম আলী চান কোনো প্রতিবন্ধী যেন ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় না নামেন। যে শ্রম ভিক্ষাবৃত্তিতে দেয়া হয়, সেই শ্রম নিজ পায়ে দাঁড়ানোর জন্য দিলে সমাজে আত্মসম্মান নিয়ে বাঁচা যায় বলে মনে করেন তিনি।

 


আরো সংবাদ



premium cement