২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী কম্পিউটার ব্যবহারই জানেন না!

জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী ইয়োশিতাকা সাকুরাদা । - ছবি: সংগৃহীত

জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী সদীয় কমিটিতে স্বীকারোক্তি দিয়েছেন যে, তিনি জীবনে কখনোই কম্পিউটার ব্যবহার করেননি। তার এই স্বীকারোক্তিতে দেশের সাধারণ মানুষ হতবাক। এমনকি সংসদীয় কমিটিও বিস্মিত হয়। বিবিসি

বহস্পতিবার বিবিসি অনলাইন জানায়, জাপানের সাইবার নিরাপত্তামন্ত্রী ইয়োশিতাকা সাকুরাদা দেশটির একটি সংসদীয় কমিটিতে ওই স্বীকারোক্তি দিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘২৫ বছর বয়স থেকে আমি আমার স্টাফ ও সচিবদের দিয়ে কাজ করাই। আমি আমার জীবনে কোনো দিন কম্পিউটার ব্যবহার করিনি।’

৬৮ বছর বয়সী ইয়োশিতাকা গত মাসেই সাইবার নিরাপত্তামন্ত্রী নিযুক্ত হন। ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠেয় অলিম্পিক গেমসের সাইবার নিরাপত্তার প্রস্তুতি দেখভাল তার অন্যতম দায়িত্ব।

জাপানের বিরোধী দলের এক সদস্যের প্রশ্নের জেরে দেশটির সাইবার নিরাপত্তামন্ত্রী এরকম বিস্ফোরক স্বীকারোক্তি দেন।

ডেমোক্রেটিক পার্টির মাসাতো ইমাই বলেন, অবিশ্বাস্য ব্যাপার। এক ব্যক্তি সাইবার নিরাপত্তার দায়িত্বে আছেন, অথচ তিনি জীবনে কখনো কম্পিউটারই ব্যবহার করেননি।

সাইবার নিরাপত্তামন্ত্রীর স্বীকারোক্তি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা হচ্ছে।


আরো সংবাদ



premium cement