২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আফগানিস্তানে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ সম্পন্ন

আফগানিস্তানে সাধারণ নির্বাচনে ভোট দিচ্ছেন এক বয়স্ক ভোটার - সংগৃহীত

আফগানিস্তানে সংসদ নির্বাচনে রোববার দ্বিতীয় দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

এর আগে শনিবার প্রথমদিনের ভোট গ্রহণ চলাকালে ব্যাপক সহিংসতায় অরাজক পরিস্থিতি তৈরি হয়।

সরকারি হিসেবে বলা হয়, প্রায় ৩০ লাখ ভোটার তালেবান বিদ্রোহীদের হামলাকে উপেক্ষা করে দীর্ঘ প্রতীক্ষিত এ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে আসে।


দ্য ইন্ডিপেনডেন্ট ইলেকশন কমিশন (আইইসি) বলেছে, রোববার ৪০১টি ভোটকেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে।

দেশটিতে ২০০১ সালে তালেবানের পরাজয়ের পর এটি তৃতীয় সংসদ নির্বাচন। প্রায় ৯০ লাখ ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

এদিকে সরকারি হিসেবে বলা হয়েছে, দেশজুড়ে নির্বাচন সংক্রান্ত হামলায় প্রায় ১৭০ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে বহুলোক।


অন্যদিকে বিদ্রোহী গ্রুপগুলোর দাবি তারা শনিবার ‘ভুয়া’ নির্বাচনকে কেন্দ্র করে চারশোরও বেশি হামলা চালিয়েছে।


আরো সংবাদ



premium cement