২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

আমেরিকার নির্বাচনে ইরানের হস্তক্ষেপ!

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। - ছবি: নয়া দিগন্ত

ইরান আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, অলীক কল্পনা থেকে আমেরিকা এ ধরনের অভিযোগ করেছে।

তিনি আরো বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ইরানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

বাহরাম কাসেমি বলেন, মার্কিন সরকার আমেরিকার অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অন্যান্য দেশের বিরুদ্ধে অভিযোগ আনছে এবং প্রতিদিনই নতুন নতুন দেশকে নিজের শত্রুতে পরিণত করছে।

ইরানের এই মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই দাবি করেছেন তিনি ক্ষমতায় আসার পর ইরান নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে, আঞ্চলিক বিষয়ের দিকেও আর নজর দিতে পারছে না। তাহলে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা ইরান কীভাবে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে।

আমেরিকার জাতীয় গোয়েন্দা বিভাগ, অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয় ও ফেডারেল পুলিশ বাহিনী- এফবিআই গত শুক্রবার এক যৌথ বিবৃতিতে কোনো ধরনের দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করে, ইরান, রাশিয়া ও চীন আমেরিকার আসন্ন মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

নির্বাচনের আগে চালানো জরিপের ফলাফলগুলোতে দেখা যাচ্ছে, এ নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান দল মারাত্মক ভরাডুবির শিকার হবে। পর্যবেক্ষকরা মনে করছেন, জনগণের সহানুভূতি আদায় করে আসন্ন নির্বাচনের অবশ্যম্ভাবী এ পরাজয় রোধ করার লক্ষ্যে তেহরান, বেইজিং ও মস্কোর বিরুদ্ধে এ অভিযোগ এনেছে ওয়াশিংটন।

 

আরো দেখুন : যৌথভাবে সমরাস্ত্র নির্মাণ করবে ইরান-পাকিস্তান
নয়া দিগন্ত অনলাইন, ১৭ জুলাই ২০১৮, ০৯:৫২


ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ইসলামাবাদে পাকিস্তানের প্রেসিডেন্ট মামুন হোসেইনের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের আগ্রহ প্রকাশ করেন জেনারেল বাকেরি।

তিনি সোমবার রাতে পাক প্রেসিডেন্টের সাথে সাক্ষাতে বলেন, পাকিস্তানের সাথে যৌথভাবে সমরাস্ত্র নির্মাণ করে আমরা সেসব অস্ত্রকে ‘যৌথ ইসলামি পণ্য’ হিসেবে অভিহিত করতে চাই।

সাক্ষাতে নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতসহ সকল ক্ষেত্রে ইসলামাবাদ ও তেহরানের মধ্য সহযোগিতা শক্তিশালী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন পাক প্রেসিডেন্ট মামনুন হোসেইন। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে দু’পক্ষ নিজেদের মধ্যকার প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তের কথা উল্লেখ করে সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

এর আগে সোমবার বিকেলে পাক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসির সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল মোহাম্মাদ বাকেরি। ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব জেনারেল স্টাফ বাকেরি পাক সেনাপ্রধানের আমন্ত্রণে সাড়া দিয়ে রোববার থেকে ইসলামবাদ সফর শুরু করেছেন।

পাকিস্তান সফরে ইরানি সেনাপ্রধান

ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতা প্রতিষ্ঠা করতে চায় এবং এ অঞ্চলে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিরুদ্ধে দেশটির অবস্থান।

পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে সোমবার এক বৈঠকে তিনি এসব কথা বলেছেন। জেনারেল বাকেরি সরকারি সফরে পাকিস্তান গেছেন। পাক সেনাপ্রধান তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।  

জেনারেল বাকেরি বলেন, মধ্যপ্রাচ্যে যেসব দেশ নিরাপত্তাহীনতা প্রতিষ্ঠা করতে চায় তার শীর্ষে রয়েছে আমেরিকা। তিনি আরো বলেন, এ অঞ্চলের স্বাধীনচেতা দেশগুলো শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বিরাট ভূমিকা রাখছে এবং ইরান ও পাকিস্তানের এ মুহূর্তের দায়িত্ব হচ্ছে, দু দেশের মধ্যকার আন্তরিক সম্পর্ক জোরদার করা যাতে আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়। জেনারেল বাকেরি জোর দিয়ে বলেন, দক্ষিণ এশিয়ার চলমান পরিস্থিতিতে তেহরান ও ইসলামাবাদের মধ্যে সামরিক সম্পর্ক অবশ্যই জোরদার করতে হবে।

গত নভেম্বর মাসে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ইরান সফরে করেছিলেন। সে সময় তিনি প্রেসিডেন্ট ড. হাসান রুহানিসহ গুরুত্বপূর্ণ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেন।


আরো সংবাদ



premium cement