৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


ভিন্নদৃষ্টির বইমেলা

-

বাংলাদেশে পথশিশুদের জন্য কাজ করা বিভিন্ন সংগঠনগুলো প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। এসব অসহায়, সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ হাতে নেয়া হচ্ছে। ফেব্রুয়ারি ভাষার মাস। বইমেলার মাস। ফেব্রুয়ারি মাস এলেই ভাষাশহীদদের সম্মানে প্রতি বছর বইমেলার আয়োজন করা হয়। বাংলাদেশে পথশিশুদের সংখ্যা কম নেই। আর এই পথশিশুদের জন্য কাজ করে যাচ্ছে অগণিত স্বেচ্ছাসেবী সামাজিক বিভিন্ন সংস্থা কিংবা সংগঠন। ‘ভিন্নদৃষ্টি’ তেমনি একটি সামাজিক সংগঠন। বগুড়া জেলার পথশিশুদের নিয়ে কাজ করা এই সংগঠন প্রতিবারের মতো এবারো বইমেলায় নিজেদের একটি স্টল রেখেছে। যে স্টলে বিক্রি করা বইয়ের মুনাফার সব অর্থ পথশিশুদের উন্নয়নে ব্যয় করা হবে। এই স্টলটি স্বেচ্ছাসেবী সংগঠন ভিন্নদৃষ্টি স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় বই বিক্রি করে শুধু পাঠকের চাহিদা মেটানো তাদের মূল উদ্দেশ্য নয়। বরং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের মূল কাজ। এখানে প্রতিদিন ১০-১৫ জন স্বেচ্ছাসেবক বিনা বেতনে, বিনা স্বার্থে বইমেলার জন্য দোকানে সময় দিচ্ছেন। অথচ তারা সবাই স্টুডেন্ট। পকেট খরচের টাকা বাঁচিয়ে অথবা টিউশনি করিয়ে অনেকেই বিভিন্নভাবে সাহায্য করছেন এসব উন্নয়নমূলক উদ্যোগে। তাদের স্বার্থ একটাই, তারা যেন সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন। খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে ভিন্নদৃষ্টি পরিবার। বর্তমানের ব্যস্ততম যান্ত্রিক জীবনে তারা পথশিশুদের নিয়ে ভাবছেন এটা নিঃসন্দেহে প্রশংসার। এই সামাজিক সংগঠনের রয়েছে একটি স্কুল। যেখানে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে অক্ষরজ্ঞান, বস্ত্র, চিকিৎসাসেবা এবং খাদ্য দেয়া হচ্ছে। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ১০০ জনের মতো পথশিশু পড়াশোনা করছে। ২০১৬ সালে কিছু তরুণের মিলিত উদ্যোগে ভিন্নদৃষ্টি পদচারণা শুরু করে। সমাজের প্রত্যেক শিশুই যেন শুধু শিশু হয়ে বড় হতে পারে। সমাজ থেকে বিলুপ্ত হোক পথশিশু শব্দটি। ভুল পথে পা বাড়িয়ে কেউ যেন নেশাখোর, পকেটমার কিংবা টোকাই নামে অভিহিত না হয় এমনটাই চাওয়া স্বেচ্ছাসেবী এই সংগঠনের। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের তাদের মৌলিক অধিকার ও চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে ভিন্নদৃষ্টি। ভিন্নদৃষ্টির স্কুলে পড়াশোনা করে ইতোমধ্যে বেশ কয়েকজন শিশু ভালো ফলাফল করেছে। যাদের ভালো স্কুলে ভর্তি করানোর উদ্যোগ নেয়া হয়েছে। সমাজের বিত্তবান ও সরকারের সাহায্য পেলে এ পথশিশুরাও একদিন শিক্ষিত হয়ে দেশ গড়ার উন্নয়নে ভাগিদার হবে।


আরো সংবাদ



premium cement
ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত ফিলিপাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রি, বাড়তে পারে আরো শিখ নেতা পান্নুনকে খুন করতে ‘হিটম্যান’ পাঠিয়েছিলেন ‘র অফিসার’ : ওয়াশিংটন পোস্ট দিল্লিকে উড়িয়ে দ্বিতীয় স্থানে কেকেআর করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার অ্যাস্ট্রাজেনেকার বাইডেনকে পিছনে ফেলে দিলেন ট্রাম্প ইউরোপের ‘গাজা’ যুদ্ধ আসছে শয়তানবাদ! পার্বত্য চট্টগ্রামে কেএনএফের উত্থান ও করণীয় রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির কর্মীকে বেদম প্রহার সাধারণ সম্পাদক গ্রুপের

সকল