০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


ডাকছে বইমেলা

জীবনের বাঁকে বাঁকে
-

প্রতি বছর বইমেলার জন্য অধীর আগ্রহে থাকি অপেক্ষায়। কখন ফেব্রুয়ারি আসবে । একুশে ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস একুশে বইমেলাকে আরো প্রাণবন্ত করে তুলে । বইমেলার জন্য প্রতিবছর একটা বাজেট থাকে আমার । বাজেট খুব বড় না হলেও আমার সাধ্যের মধ্যে যথেষ্ট । বইমেলায় অনেক লেখকের সাথে দেখা হয়, সামান্য কথাও হয় । তরুণরা কেউ কেউ হলুদ পাঞ্জাবি পরে আসে । হিমুদের দিকে সবাই ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকায়। তরুণীরা দলবেঁধে মাথায় ফুল গুঁজে হাঁটছেÑ দেখলেই মন ভরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে লেখকদের কোনো বই এবারের মেলায় আসছে, তা জানতে পারি । কোন লেখক কোনদিন মেলায় আসছেন তা ফেসবুকে আগেই জানান দেয়ার কারণে প্রিয় লেখকদের সাথে দেখা হওয়াটা অনেকটা সহজ হয়ে গেছে । ধানশালিক-সাহিত্য পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদশাহ মেলায় যাওয়ার আগাম আমন্ত্রণ জানিয়েছেন। দেখা হবে, আড্ডা হবে । আমার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ, যার লেখা আমার খুব ভালো লাগে এখনো । বইমেলায় গিয়েছি অন্যপ্রকাশের স্টলে যাইনি, এমন কখনো হয়নি । আমার প্রিয় প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ , মেলায় ঘুরে ঘুরে তার করা প্রচ্ছদে কার বইমেলায় আসছে তা দেখি মনোযোগ দিয়ে। হুমায়ূন আহমেদ, ধ্রুব এষ এবং অন্যপ্রকাশের কারণেই আমার বইমেলায় যাওয়া-আসা শুরু হয় । অন্যপ্রকাশ থেকে বেছে বই কিনি এখনো। হুমায়ূন আহমেদের সব বই আমার সংগ্রহে আছে। এ ছাড়া অন্বেষা প্রকাশন, অনন্যা, জাগৃতি প্রকাশনী, অবসর প্রকাশনা সংস্থা, দিব্য প্রকাশ, প্রথমা প্রকাশন ইত্যাদি গ্রন্থ প্রকাশ এবং ভাষাচিত্রসহ আরো অসংখ্য সব স্টলে একবার হলেও যাই। হরিশংকর জলদাস, মোহিত কামাল, আনিসুল হক এবং জাফর ইকবালসহ পছন্দের লেখকদের বই কিনি । তরুণ লেখকদের বই বের হলে বেশি আনন্দ পাই । তরুণ লেখক ইমরান মাহফুজ, সাদাত হুসাইন, মুহাম্মদ আসাদুল্লাহ ,ফরিদুল ইসলাম নির্জন, ইকবাল খন্দকার, সাইফুল ইসলাম জুয়েল, সোহানুর রহমান অনন্ত , ইমন চৌধুরী , হাবীবাহ নাসরীন এবং কবি মিজানুর রহমান বেলালসহ আরো অনেকের অটোগ্রাফসহ বই কেনা ও তাদের সাথে ছবি তোলার অপেক্ষায় আছি ।
সব শ্রেণী-পেশার মানুষের ভিড়ে নতুন বইয়ের ঘ্রাণ আর ফাগুনের মৃদু হাওয়ার ছোঁয়া পেতে মনটা চাতকপাখি হয়ে আছে। বাংলা একাডেমির পুকুরপাড়ে বসে বাদাম ও কফি খাবো প্রিয় কাছের মানুষটির হাত ধরে । একুশের আহ্বানে, ফাগুনের ভালোবাসাময় এ বইমেলা আমাকে হাতছানি দিয়ে ডাকছে ।
নোয়াগাঁও, দেবিদ্বার, কুমিল্লা


আরো সংবাদ



premium cement