২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

স্বাগতম ১৯, বিদায় ১৮!

-

দেখতে দেখতে আরো একটি ইংরেজি বছর শেষ হলো। স্বাগতম ২০১৯, বিদায় ২০১৮! রাজনৈতিক উত্তাপ ছিল বছরজুড়ে। নাটকীয়তায় পূর্ণ ছিল ২০১৮ সাল। বছরের শেষ বেলায় বেশি নাটকীয়তা ছিল রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়নে। মনোনয়ন দেয়া আর বাতিল হওয়া নিয়ে খুব রসালো আলোচনার সৃষ্টি হয়েছে। সারা বছরের আলোচনায় ছিল কয়েকটি সফল আন্দোলন। যার মধ্যে সড়ক দুর্ঘটনা নিয়ে ছাত্র আন্দোলন উল্লেখযোগ্য! কোটা আন্দোলনের কথা না বললেই নয়। এ আন্দোলনের আলোচনা ছিল বছরের বেশির ভাগ সময়। সরকারের শেষ সময়ে এসে অনেক পেশাজীবীও দাবি আদায়ের আন্দোলন আর অনশনে নেমেছিলেন। সরকার বেশির ভাগ দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। ২০১৮ সালে বেপরোয়া গাড়িচালকদের মনোভাব সীমা লঙ্ঘন করেছিল। এ বছর আগের বছরগুলোর চেয়ে দেশে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এ কারণে দেশের নানা প্রান্তে অনেক নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে। পরিবহন মালিক সমিতির ধর্মঘট আর দেশকে প্রভাবিত করার চেষ্টা ছিল উল্লেখ করার মতো। পরিবহন সেক্টরের পাশাপাশি বিমান দুর্ঘটনা আর বিমানের ত্রুটি মানুষকে উদ্বিগ্ন করেছে। প্রখ্যাত অনেক লোক বিদায় নিয়েছেন এ বছর। অনেক গুণী অভিনেতা এবং বিখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু এ বছরই চিরবিদায় নিয়েছেন।
ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে আমাদের মতো গরিব দেশেও চলে কত জাঁকজমক আয়োজন! তবে এসব আয়োজনকে ঘিরে অপ্রীতিকর কিছু না ঘটলেই আমাদের স্বস্তি। বিজয়ের মাস ফেলে এসে নতুন বছরে আমাদের মমত্ববোধ হোক আরো দৃঢ় আরো মজবুত। আর কোনো শিশু আর নারী নির্যাতন না হোক এই বাংলার মাটিতে। হিংসা বিদ্বেষের হানাহানি আর চাই না। ক্ষমতার সঙ্ঘাতে আর কোনো প্রাণ যাতে না যায়। লুটেরা আর ঘুষখোরেরা শোধরে যাক নিজেদের ভুল বুঝে। আইনের প্রতিষ্ঠা পাক মানবতার কল্যাণে। রাজনীতির হানাহানি বন্ধ হোক চিরতরে। জনপ্রতিনিধিদের আর প্রশাসনের বিবেক নড়ে উঠুক সাধারণের জন্য। সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে অনেক প্রিয় কেউ আর অনেক ঘটনা। আমরা যারা বর্তমান তারাও একদিন পেছনে ফেলে যাওয়া বছরের মতো হারিয়ে যাব অতীতের গহ্বরে। তাই আসুন সবকিছু সুন্দরে সুন্দরে সাজিয়ে দিই নিজ গুণ আর অপার মহিমায়। নতুন বছরে নতুন স্বপ্ন বুনে এগিয়ে যাই সবাই। ভুলে যাই ফেলে আসা সব হতাশা। বিদায় ২০১৮। নতুন বছর ২০১৯-এর প্রতিটি সকাল সবার জন্য সুন্দর হোক। ‘অবকাশ’ পাতার পাঠকসহ দেশের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
পূর্ব শিলুয়া, ছাগলনাইয়া, ফেনী


আরো সংবাদ



premium cement