২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আইআইইউসির শিক্ষক রিয়াজ মাহমুদের পিএইচডি লাভ

-

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক এবং বেলটা চট্টগ্রাম চ্যাপ্টারের সমন্বয়ক মোহাম্মদ রিয়াজ মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পিএইচডি লাভ করেছেন। গত ১০ মে ও ৩১ মে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের যথাক্রমে ২৩৫তম ও ৫১৫তম সভায় তার পিএইচডি অনুমোদন করা হয়। ‘টিচিং, রিডিং অ্যান্ড রাইটিং স্কিলস টু দ্যা নন-লিটারেচার স্টুডেন্টস এট টারশিয়ারি লেভেল ইন বাংলাদেশ : এন এমপিরিকাল স্টাডি’ শীর্ষক মোহাম্মদ রিয়াজ মাহমুদের এ গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। মোহাম্মদ রিয়াজ মাহমুদ চট্টগ্রামের সাতকানিয়ার তালগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত উপ কর কমিশনার মোহাম্মদ ফয়েজ আহমেদ ও জিনাত জাহানের দ্বিতীয় সন্তান। তিনি সবার দোয়াপ্রার্থী।

 


আরো সংবাদ



premium cement