০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


রেস্তোরাঁ থেকে বের করে দেয়া হলো হোয়াইট হাউসের প্রেস সচিবকে!

রেস্তোরাঁ থেকে বের করে দেয়া হলো হোয়াইট হাউসের প্রেস সচিবকে! - ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেন, শুধুমাত্র এই কারণেই হোয়াইট হাউসের প্রেস সচিব সারা সন্ডার্সকে একটি রেস্তোরাঁ থেকে বেরিয়ে যেতে বলা হলো। শুক্রবার সারা ভার্জিনিয়ার একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানেই রেস্তরাঁর মালিক তাকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন। কোনা রকম বচসায় না গিয়ে ভদ্রভাবেই রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যান সারা।

জানা গেছে, রেস্তোরাঁয় বেশ কয়েকজন রপান্তরকামী ও সমকামী কর্মী ছিলেন। মূলত তাদের আপত্তির কারণেই সারাকে বেরিয়ে যেতে বলা হয়। টুইট করে গোটা বিষয়টি জানিয়েছেন সারা। জানিয়েছেনন, লেক্সিংটনের রেড হেন রেস্তরাঁয় ঘটনাটি ঘটেছে।

ঘটনার মূল অবশ্য অনেকটাই গভীরে। গত বছর জুলাই মাসে একটি টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন সেনাবাহিনীতে আর রূপান্তরকামীদের কোনও প্রয়োজন নেই। রূপান্তরকামীদের সেনাবাহিনীতে রাখলে তাদের জন্য চিকিৎসা বাবদ যে বিপুল খরচ হয়, তা অর্থহীন। তাই সেনাবাহিনীর কোনো দফতর বা কোনো স্তরেই আর রূপান্তরকামীদের রাখা হবে না। সেই ট্রাম্প প্রশাসনেরই অংশ সারা। তাই রেস্তোরাঁর কর্মীরা সারার উপস্থিতি পছন্দ করেননি।

সারা টুইটে বলেন, তার সঙ্গে বিরোধিতা রয়েছে এমন তো অনেকেই রয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি তাদের অশ্রদ্ধা করবেন। সারার এই টুইটবার্তার পর এক ঘণ্টার মধ্যে ২২ হাজার ‘রিপ্লাই’ পান তিনি।

রেস্তোরাঁর মালিক স্টিফানি উইলকিনসন বলেন, সারাকে রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখে কর্মীদের অনেকেই আপত্তি জানানোয় তিনি ব্যক্তিগতভাবে সারাকে অনুরোধ করেন রেস্তোরাঁ ছেড়ে বেরিয়ে যেতে। বিষয়টি বুঝতে পেরে সারা স্বেচ্ছায় বেরিয়ে যান।

আরো পড়ুন :

ইউরোপের গাড়িতে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের
রয়টার্স

শুল্ক নিয়ে পাল্টাপাল্টির মধ্যেই ইউরোপের সঙ্গে ‘বাণিজ্যযুদ্ধ’ আরো এগিয়ে নেয়ার হুমকি এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। মার্কিন পণ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাল্টা শুল্ক কার্যকরে ক্ষুব্ধ ট্রাম্প এবার ইউরোপ থেকে আমদানি করা গাড়িতে ২০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। 

অ্যালুমিনিয়াম ও ইস্পাতে যুক্তরাষ্ট্রের দেয়া ১০ ও ২৫ শতাংশ শুল্কের প্রতিক্রিয়ায় হুইস্কি, মোটরসাইকেল, জুতা, কয়েক ধরনের কাপড়, ওয়াশিং মেশিন ও কমলার রসসহ বেশকিছু পণ্যে ২৫ থেকে ৫০ শতাংশ পাল্টা শুল্ক বসিয়েছে ইইউ। শুক্রবার থেকে তা কার্যকরও হয়েছে। জোটের ২৮টি দেশ যুক্তরাষ্ট্রের রফতানি করা প্রায় ৩২০ কোটি মূল্যের পণ্য থেকে এই শুল্ক নেয়ার লক্ষ্য ঠিক করেছে।

মার্কিন পণ্যে ইইউর শুল্ক কার্যকরের ঘটনায় ক্ষিপ্ত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুক্রবারে টুইটারে দেয়া হুমকিতে ট্রাম্প বলেন, ‘যদি এই শুল্ক ও বাধা সরিয়ে নেয়া না হয়, তুলে নেয়া না হয়, আমরা যুক্তরাষ্ট্রে আসা তাদের সব ধরনের গাড়িতে ২০ শতাংশ শুল্ক বসাবো। সেগুলো (গাড়ি) যেখানেই বানাও।’ আমদানি করা স্বয়ংক্রিয় গাড়ি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে কি না, মাসখানেক আগে থেকেই ট্রাম্প প্রশাসন তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। আগস্টের আগেই এ কাজ শেষ হবে বলে আশা মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রসের।

ইইউ থেকে আমদানি করা ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে এখনই আড়াই শতাংশ শুল্ক দিতে হয়; পিকআপ ট্রাকের ক্ষেত্রে এর পরিমাণ আরো বেশি, ২৫ শতাংশ। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের গাড়িতে ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা শুল্কের পরিমাণ মাত্র ১০ শতাংশ। ইউরোপের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফোকসভাগেন, দেইমলার ও বিএমডব্লিউর মতো অনেকেরই যুক্তরাষ্ট্রে কারখানা আছে।

জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতেই যত গাড়ি সংযুক্ত করে, সে পরিমাণ গাড়ি তারা জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে রফতানি করে না। শুক্রবার টুইটারে দেয়া ট্রাম্পের হুমকির পরপরই ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম পড়তে থাকে। ফোর্ড ও জেনারেল মোটরসের মতো মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর দরও খানিকটা কমে যায়; সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অবশ্য এ চিত্র পাল্টাতে থাকে।


আরো সংবাদ



premium cement
দেশের সামগ্রিক অর্থনীতিতে চারটি ঘাটতি রয়েছে : ড. দেবপ্রিয় বাল্টিক অঞ্চলের সুরক্ষা মজবুত করছে জার্মানি যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস রাজি হওয়ায় অবাক হয়েছে ইসরাইল সোনারগাঁওয়ে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, আহত ৬ বিপদে জিম্বাবুয়ে, ম্যাচের নিয়ন্ত্রণে বাংলাদেশ আগামী সপ্তাহে পাকিস্তান সফর করতে পারেন সৌদি ক্রাউন প্রিন্স ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কারো মা যেন না হারায় সে জন্য কাজ করবো : স্বাস্থ্যমন্ত্রী কৃষকদের হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : খাদ্যমন্ত্রী চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা হাইকোর্টে বহাল প্যারিস জয় করে কি ফাইনালে যেতে পারবে ডর্টমুন্ড ভারতে তৃতীয় দফার ভোট : পশ্চিমবঙ্গে সহিংসতা, বোমা, মারধর

সকল