০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


যুক্তরাজ্যের শিশুদের দারিদ্র্যের রেকর্ড : পরিসংখ্যান

- ছবি : বাসস

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্য জুড়ে আগের চেয়ে অনেক বেশি শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।

পূর্ববর্তী গবেষণায় দেখা গেছে, জি-৭ দেশে ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য শিশুদের স্বাস্থ্যকে প্রভাবিত করেছে এবং ক্রমবর্ধমান সংখ্যা খাদ্য ব্যাংক ব্যবহার করতে বাধ্য হচ্ছে।

কর্ম ও পেনশন বিভাগের এক পরিসংখ্যানে দেখা গেছে, আনুমানিক ৪.৩৩ মিলিয়ন শিশু ২০২৩ সালের মার্চ পর্যন্ত নিম্ন আয়ের পরিবারে বসবাস করছে। যা আগের বছরের ৪.২২ মিলিয়ন থেকে বেশি ছিল এবং ২০২০ সালের মার্চ পর্যন্ত ১২ মাসে রেকর্ড সর্বোচ্চ ৪.২৮ মিলিয়নের উপরে।

দাতব্য সংস্থ্যা সেভ দ্য চিলড্রেনের মেগান মিক-ও’কনর বলেছেন, ‘আজ ৪৩ লাখ শিশু ব্যর্থ হচ্ছে। এটি একটি আক্রোশের বিষয় যে আরো এক লাখ শিশু দারিদ্র্যের মধ্যে রয়েছে।’

একটি পরিবার আপেক্ষিক দারিদ্র্যের মধ্যে বিবেচিত হয় যদি এটি আবাসন খরচের পর গড় আয় ৬০ শতাংশের নিচে হয়।

পরিসংখ্যান অনুসারে, আপেক্ষিক নিম্ন আয়ের আনুমানিক মোট সংখ্যা ছিল ১৪.৩৫ মিলিয়ন, যা আগের বছরের ১৪.৪০ মিলিয়ন থেকে কম।

জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন (জেআরএফ) অনুসারে, পরিসংখ্যানে প্রকৃত চরম দারিদ্র্যের সংখ্যা দেখায়।

আগের বছরের তুলনায় ছয় লাখ মানুষের মধ্যে প্রায় অর্ধেক শিশু চরম দারিদ্র্যের মধ্যে বাস করছিল।

জেআরএফ প্রধান বিশ্লেষক পিটার মেটেজিক বলেছেন, ‘আজ প্রকাশিত বার্ষিক দারিদ্র্যের পরিসংখ্যান নিশ্চিত করে যে সরকার জীবনযাত্রার ব্যয়-সঙ্কট থেকে সবচেয়ে দুর্বলদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

তিনি বলেছেন, দারিদ্র্যের পতনের কারণ, ‘সবচেয়ে কম আয়ের লোকেদের ভাল থাকার চেয়ে ‘মধ্যম আয়ের পরিবারের আয় কমে যাওয়া।’

পরিসংখ্যান দেখায় যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানির দাম যেহারে বেড়েছে তাতে ব্রিটিশদের আরো দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে।

সরকার বলেছে, পরিসংখ্যানগুলো উচ্চ মূল্যস্ফীতির সময় এসেছে এবং বলেছে অনেক পরিবারের জীবনযাত্রার ব্যয় এখন ‘সহজ’ হয়েছে। সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
রেডি টু কুক ফিশ বাজারজাতকরণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ এসওইগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ ১৭ ভরি স্বর্ণসহ আঙ্গুল কাটা গ্রুপের ৩ সদস্য গ্রেফতার একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট জাওয়াদের মা প্রাণ বাঁচাতে রাফাহ ছেড়ে চলে গেছে ৮০ হাজার মানুষ সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট আন্তঃবিশ্ববিদ্যালয় পুঁজিবাজার বিনিয়োগ প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোরে ১৫ মে থেকে আম ও ২০ মে থেকে লিচু আহরণ ‘ইউএস ট্রেড শো-২০২৪’ এ অংশগ্রহণ করেছে হারল্যান পাকুন্দিয়ায় ভোট পুনঃগণনার দাবি এক চেয়ারম্যান প্রার্থীর ফিলিস্তিনের রাফায় ইসরাইলের হামলার নিন্দা জামায়াত আমিরের

সকল