০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ব্রিটেনের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সমাবেশ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রিটেনে ৩ লক্ষাধিক মানুষের বিক্ষোভ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রিটেনে ৩ লক্ষাধিক মানুষের বিক্ষোভ - ছবি : রয়টার্স

হামাস শাসিত গাজায় বোমা হামলা বন্ধ করা ও যুদ্ধ বিরতির দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ মিছিল করেছে তিন লক্ষাধিক মানুষ।

শনিবার (১১ অক্টোবর) দেশটির রাজধানী লন্ডনে এই বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।

লন্ডনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ পর্যন্ত হওয়া কর্মসূচির মধ্যে এটিই সবচেয়ে বড়। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ও সামরিক অভিযানে নিহত ব্যক্তিদের সম্মানে আর্মিস্টিস (যুদ্ধের অবসান) ডে তে এ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। তারা প্রথমে সেন্ট্রাল লন্ডনের দ্য সেনোটাফ ওয়ার মেমোরিয়ালে দুই মিনিট নীরবতা পালন করে। এরপর সেখান থেকে পদযাত্রা শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, এই বিক্ষোভ মিছিলে প্রায় তিন লাখ মানুষ অংশ নিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

বিক্ষোভকারীরা মিছিলে কালো, লাল, সাদা ও সবুজ ফিলিস্তিনি পতাকা বহন করে। এ সময় তারা ‘গাজায় বোমা হামলা বন্ধ করুন’ সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেছে।

এদিকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদের অর্ধেকই শিশু।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে 'অপারেশন আল-আকসা স্ট্রম' শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার যুবকের যাবজ্জীবন বার্সার হারে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রাঙ্গামাটিতে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু গণতন্ত্র রক্ষায় নতুন করে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে : মঈন খান পবিত্র ওমরাহ পালন করলেন মির্জা ফখরুল রাশিয়ার সাথে সংলাপ অব্যাহত রাখতে হবে : ম্যাক্রোঁ বাল্যবিবাহ ঠেকানোয় বিষপানে তরুণীর আত্মহত্যা মে মাসে দেশে বৃষ্টির সর্বকালের রেকর্ড ভাঙবে! দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে হুঁশিয়ারি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করতে জনগণের প্রতি রিজভীর আহ্বান

সকল