১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


ব্রিটেনের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম সমাবেশ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রিটেনে ৩ লক্ষাধিক মানুষের বিক্ষোভ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ব্রিটেনে ৩ লক্ষাধিক মানুষের বিক্ষোভ - ছবি : রয়টার্স

হামাস শাসিত গাজায় বোমা হামলা বন্ধ করা ও যুদ্ধ বিরতির দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ মিছিল করেছে তিন লক্ষাধিক মানুষ।

শনিবার (১১ অক্টোবর) দেশটির রাজধানী লন্ডনে এই বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়।

লন্ডনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ পর্যন্ত হওয়া কর্মসূচির মধ্যে এটিই সবচেয়ে বড়। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ও সামরিক অভিযানে নিহত ব্যক্তিদের সম্মানে আর্মিস্টিস (যুদ্ধের অবসান) ডে তে এ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। তারা প্রথমে সেন্ট্রাল লন্ডনের দ্য সেনোটাফ ওয়ার মেমোরিয়ালে দুই মিনিট নীরবতা পালন করে। এরপর সেখান থেকে পদযাত্রা শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, এই বিক্ষোভ মিছিলে প্রায় তিন লাখ মানুষ অংশ নিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

বিক্ষোভকারীরা মিছিলে কালো, লাল, সাদা ও সবুজ ফিলিস্তিনি পতাকা বহন করে। এ সময় তারা ‘গাজায় বোমা হামলা বন্ধ করুন’ সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেছে।

এদিকে গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদের অর্ধেকই শিশু।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে 'অপারেশন আল-আকসা স্ট্রম' শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।

সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement
ধনবাড়ীতে পুলিশ পিটিয়ে হ্যান্ডকাপ নিয়ে পালিয়েছে আসামি যে কারণে ডিবিতে গিয়েছিলেন মাওলানা মামুনুল হক? ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডুসেন সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে পুলিশ সাফল্য পেয়েছে : আইজিপি বাংলাদেশের প্রতিটি জেলায় রেলস্টেশন নির্মাণ করা হবে : রেলপথমন্ত্রী বাংলাদেশের আসছেন ‘ওসমান বে’ ধর্ষণ মামলা থেকে মুক্তি মেলার পর বিশ্বকাপে খেলার অনুমতি পেলেন লামিচানে গাজীপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু নারায়ণগঞ্জে ৫৭টি চোরাই মোবাইলসহ ৭ জন গ্রেফতার আশুলিয়ায় তুচ্ছ ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন ফায়ার সার্ভিস ও আবহাওয়া অধিদফতরকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির সুপারিশ

সকল