৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


পশ্চিমা দেশগুলোতে আবারো উগ্রপন্থীদের হামলার আশঙ্কা টনি ব্লেয়ারের

পশ্চিমা দেশগুলোতে আবারো উগ্রপন্থীদের হামলার আশঙ্কা টনি ব্লেয়ারের - ছবি : সংগৃহীত

পশ্চিমা দেশগুলোতে আবারো ৯/১১-এর মতো সন্ত্রাসী হামলা চালাতে পারে উগ্রপন্থী গ্রুপগুলো। ওই গ্রুপগুলো রাষ্ট্রবিহীন। তবে এখন হামলা চালাবে জৈব সন্ত্রাসবাদের মাধ্যমে। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

সোমবার ৯/১১-এর ২০ বছর পূর্তি উপলক্ষে প্রতিরক্ষাবিষয়ক থিংকট্যাংক ‘রুশি’ অনলাইনে এক আলোচনার আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে টনি ব্লেয়ার এমন আশঙ্কার কথা বলেন।

২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। ওই হামলার জন্য উগ্রপন্থী আল কায়েদাকে দায়ী করা হয়। যদিও এ পর্যন্ত হামলার পেছনে কারা জড়িত তা স্পষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। তবে ওই হামলার পর ইরাক ও আফগানিস্তানে পশ্চিমা দেশগুলোর যৌথ বাহিনীর সামরিক বাহিনীর (ন্যাটো) হস্তক্ষেপের সমর্থন করেন টনি ব্লেয়ার।

অনলাইন আলোচনায় অংশ নিয়ে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘রেডিক্যাল ইসলামিস্ট’ (উগ্রপন্থী মুসলিম) সন্ত্রাসবাদ এখনো একটি বড় হুমকি। গত দুই বছরের ঘটনাবলি দিয়ে প্রভাবিত হয়ে ভিন্নভাবে হামলা চালাতে পারে তারা।

সন্ত্রাসী হামলা কমে এলেও ইসলামি মতাদর্শ ও সহিংসতা উভয় দিক থেকেই সন্ত্রাসবাদ একটি প্রধান সারির নিরাপত্তা হুমকি বলেও মন্তব্য করেন টনি ব্লেয়ার।

তার মতে, যদি এটাকে এমনিই ছেড়ে দেয়া হয়, তাহলে আমরা বহুদূরে থেকেও হামলার শিকার হব, যা ৯/১১-এর সময় দেখেছি।

সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী আরো বলেন, কোভিড-১৯ আমাদের প্রাণঘাতী জীবাণুর ব্যাপারে শিখিয়েছে। জৈব-সন্ত্রাস একটা সময় বৈজ্ঞানিক কল্পকাহিনী মনে হতো। কিন্তু এখন তা বাস্তবে প্রমাণিত হয়েছে। তাই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া বুদ্ধিমানের কাজ হবে।

উল্লেখ্য, নাইন-এলেভেনের ওই ভয়াবহ হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল।


আরো সংবাদ



premium cement
ধরপাকড়ের মধ্যেই ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ অব্যাহত যুক্তরাষ্ট্রে গুলিতে ৩ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা নিহত ফিলিপাইনের তাপমাত্রা ৫০ ডিগ্রি, বাড়তে পারে আরো শিখ নেতা পান্নুনকে খুন করতে ‘হিটম্যান’ পাঠিয়েছিলেন ‘র অফিসার’ : ওয়াশিংটন পোস্ট দিল্লিকে উড়িয়ে দ্বিতীয় স্থানে কেকেআর করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার অ্যাস্ট্রাজেনেকার বাইডেনকে পিছনে ফেলে দিলেন ট্রাম্প ইউরোপের ‘গাজা’ যুদ্ধ আসছে শয়তানবাদ! পার্বত্য চট্টগ্রামে কেএনএফের উত্থান ও করণীয় রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির কর্মীকে বেদম প্রহার সাধারণ সম্পাদক গ্রুপের

সকল