২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ব্রিটেনে ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ

ব্রিটেনে ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ব্রিটেনে ১০ লাখের বেশি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে। করোনাভাইরাসের কারণেই বেশিরভাগ মানুষ ধূমপান ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন।

অ্যাকশন অন স্মোকিং এন্ড হেলথ নামের একটি বেসরকারি সংস্থার চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির। ধূমপান ত্যাগকারীদের ৪১ শতাংশ বলেছেন, করোনাভাইরাসের কারণেই তারা এই সিদ্ধান্ত নেন।

নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, লকডাউনের কারণে তামাক কিনতে না পারা এবং সামাজিক মেলামেশার সুযোগের অভাব- এরকম নানা কারণকে এর জন্য সহায়ক হয়েছে বলে জানিয়েছেন তারা।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক জরিপেও দেখা গিয়েছে ২০০৭ সালে তাদের জরিপ শুরুর পর এবছরের জুন মাস পর্যন্ত পূর্ববর্তী এক বছরে সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে।


আরো সংবাদ



premium cement