১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬
`

আগামী ৩ জুন শপথ নেবেন এরদোগান

তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান - ছবি : সংগৃহীত

তুরস্কের নির্বাচিত প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আগামী ৩ জুন শপথ গ্রহণ করবেন। এদিকে দেশটির নতুন সরকার পরের দিন শপথ নিতে পারে। আঙ্কারার এক সূত্র বার্তা সংস্থা তাস’কে এ কথা জানিয়েছে।

ওই সূত্র জানায়, ‘প্রেসিডেন্ট শনিবার শপথ নেবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন। মন্ত্রিসভার সদস্যরা রোববার শপথ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে এবং নতুন সরকার তাদের কাজ শুরু করবে।’

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) মুখপাত্র ওমার সেলিক বলেন, শপথ গ্রহণের পরপরই এরদোগান তার নতুন মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিতে পারেন। বর্তমান মন্ত্রিসভা থেকে মাত্র তিনজন তাদের পদে বহাল থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তারা হলেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।

বুধবার এরদোগান বর্তমান সরকারের শেষ অধিবেশন করবেন। এটি মস্কো সময় ১৫টা ৩০ মিনিটে শুরু হবে এবং তা কয়েক ঘণ্টা ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের সর্বোচ্চ নির্বাচন কর্তৃপক্ষ সুপ্রিম ইলেকশন কাউন্সিল মঙ্গলবার ১৪ মে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। প্রটোকল অনুযায়ী ২ জুন পার্লামেন্ট সদস্যদের শপথ নেয়ার কথা।

২৮ মে তুরস্কে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সুপ্রিম ইলেকশন কাউন্সিল প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এরদোগানকে বিজয়ী ঘোষণা করেছে। ৯৯ দশমিক ৪৪ শতাংশ ভোট গণনা করে দেখা যায় এরদোগান ৫২ দশমিক ১৪ শতাংশ ভোট পেয়েছেন। সেখানে বিরোধী দলীয় প্রার্থী কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭ দশমিক ৮৬ শতাংশ ভোট।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
শ্রীনগর থানার ওসিকে পুনঃবহালের দাবি গণঅধিকার পরিষদের জাকসু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চাইলেন জাবি ভিসি লক্ষ্মীপুরে ট্রাক্টরচাপায় চটপটিবিক্রেতা নিহত সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী নারীর অভিযোগ ‘পরিবেশের চরম বিপর্যয় থেকে বাঁচতে জরুরি অবস্থা ঘোষণার সময় এসেছে’ খিলক্ষেতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ পুঠিয়া পৌর আ’লীগের সভাপতি গ্রেফতার দাবি মেনে নেয়ার লিখিত অঙ্গীকার দিলে অনশন ভাঙবেন জবি শিক্ষার্থীরা সরকারি কোন সংস্থা অসহযোগিতা করছে, এখনো বলার সময় হয়নি : তাজুল ইসলাম মিরসরাইয়ে মহাসড়কের পাশে পড়ে ছিল বৃদ্ধার লাশ পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

সকল