২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
প্রকাশনা

জেএসসি ও অষ্টম শ্রেণীর প্রয়োজনীয় বই- দি রয়েল গাইড

-

ঘঈঞই প্রণীত ২০২১ সালের নতুন বোর্ড বই এবং প্রবর্তিত চূড়ান্ত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুসরণে সৃজনশীল প্রশ্নপদ্ধতির আলোকে জেএসসি ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়গুলো ৫টি খণ্ডে বই আকারে দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স থেকে দি রয়েল গাইড নামে সম্প্রতি প্রকাশ হয়েছে। জেএসসি ও অষ্টম শ্রেণীর বইগুলোতে অধ্যায়ভিত্তিক অনুশীলনীর প্রশ্নোত্তর, বহুনির্বাচনী প্রশ্নোত্তর ও যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর ও প্রতিটি অধ্যায় শেষে ঞবংঃ ণড়ঁৎংবষভ দেয়া আছে। প্রতিটি বইয়ের শেষে মডেল টেস্ট ও বিভিন্ন স্কুলের পরীক্ষার প্রশ্নোত্তর এবং টিপস সংযোজন করা হয়েছে। গণিত ও বিজ্ঞান বিষয়ের বইতে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ দেয়া আছে। বইগুলো নীলক্ষেত ও বাংলাবাজারের লাইব্রেরি ছাড়াও সারা দেশের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স, ৩৮/৪-ক (মান্নান মার্কেট), বাংলাবাজার, ঢাকা। ফোন : ০১৮১৯১৪৬৮৬৭, ০১৬৭৬৫৩২৪০৭


আরো সংবাদ



premium cement