২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

২০২০ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : পর্বসংখ্যা-৬৭

বাংলা কবিতা : স্বদেশ
-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : স্বদেশ’ থেকে ৩টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : নিচের শব্দগুলোর অর্থ লিখ ও বাক্য রচনা করো।
কড়ি, টুকটুক, শিল্পী, পাখপাখালি, জোয়ার, তুলি, মাঠ, হাট, নদী
উত্তর : কড়িÑ একধরনের ছোট্ট সাদা ঝিনুক। এ দেশে আগে এখনকার মতো টাকা-পয়সা ছিল না। লোকে কেনা-বেচা করত কড়ি দিয়ে।
টুকটুকÑ গাঢ়, সুন্দর। মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনব।
শিল্পীÑ যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনিই শিল্পীÑ যেমন সঙ্গীতশিল্পী, চিত্রশিল্পী। জয়নুল আবেদিন ছিলেন একজন বড়মাপের চিত্রশিল্পী।
পাখপাখালিÑ নানা ধরনের পাখি। বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখপাখালির কলকাকলি।
জোয়ারÑসব নদীতে জোয়ার-ভাটা হয় না।
তুলিÑ শিল্পীরা রঙ ও তুলির সাহায্যে ছবি আঁকেন।
মাঠÑ সকাল হতেই কৃষকেরা গরু নিয়ে মাঠে চলেছেন।
হাটÑআমাদের গ্রামে সপ্তাহে দুই দিন হাট বসে।
নদীÑআমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী।
প্রশ্ন : ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
ক. এ দেশে আগে এখনকার মতো টাকা-পয়সা ছিল না। লোকে কেনা-বেচা করত... দিয়ে।
খ. মেলা থেকে বোনের জন্য... একটা জামা কিনে আনব।
গ. জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র...।
ঘ. বাংলাদেশের গাছে গাছে শোনা যায়... কলকাকলি।
উত্তর : নিচে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা হলোÑ
ক. এ দেশে আগে এখনকার মতো টাকা-পয়সা ছিল না। লোকে কেনা-বেচা করত কড়ি দিয়ে।
খ. মেলা থেকে বোনের জন্য টুকটুকে একটা জামা কিনে আনব।
গ. জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্রশিল্পী।
ঘ. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় পাখপাখালির কলকাকলি।
প্রশ্ন : ‘স্বদেশ’ কবিতাটির মূলভাব লিখ।
উত্তর : বাংলাদেশ নদীমাতৃক দেশ, অর্থাৎ এ দেশে সবখানেই নদী দেখা যায়। ‘স্বদেশ’ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে ও তার মনের ভেতরে ধরে রাখছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখির কলকাকলিÑ সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া-মমতা ও ভালোবাসার অনুভূতি জোগাচ্ছে।

 


আরো সংবাদ



premium cement