২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


দিরাইয়ের মানিকদায় ফের ২ পক্ষের সংঘর্ষে আহত ২৫

- ছবি : নয়া দিগন্ত

তিন সপ্তাহের ব্যবধানে সুনামগঞ্জের দিরাইয়ের মানিকদা গ্রামে আবারো সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। এ সময় গুরুতর আহত পাঁচজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে দু’পক্ষের উপজেলার চরনারচর ইউনিয়নের মানিকদায় এ ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান উদ্দিন গুরুতর আহত মোশারফ হোসেন (২০), আবিদ (৩৫), জাকির মিয়া (৫০), মোহাবিয়া (৩০) ও আনিছুর রহমানকে (২৫) ওসমানী হাসপাতালে রেফার করেন এবং বাকি আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গেল তিন সপ্তাহ আগে এই গ্রামের ফজলু মিয়া ও ফয়জুন্নুরের লোকদের মাঝে সংঘর্ষে ফয়জুন্নুর মিয়া নিহত হন।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মানিকদা গ্রামের ফজলু মিয়ার লোকদের সাথে জমি নিয়ে একই গ্রামের ফয়জুন্নুরের লোকদের সাথে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত কয়েক বছরে দু’পক্ষে একাধিক সংঘর্ষ হয়। এনিয়ে মামলা মোকদ্দমা চলছে আদালতে। গত ১২ জানুয়ারি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ফয়জুন্নুর মারা যান। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই অনুজ কুমার দাশ জানান, পূর্ব বিরোধের জের ধরে মানিকদা গ্রামে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


আরো সংবাদ



premium cement