২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


নিখোঁজের ২২ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

নিখোঁজের ২২ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার - ফাইল ছবি

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবরি দল তার লাশ উদ্ধার করা।

নিহত ওই যুবকের নাম কবির মিয়া (৪০)। তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলী ওরফে মনু মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো কবির মিয়া বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সুরমা নদীতে গোসল করতে যান। তার সাথে আরো অনেকেই গোসলে যান। মানসিক ভারসাম্যহীন কবির মিয়া সাঁতার কেটে মাঝ নদীতে চলে যান। সেখানেই ডুব দিয়ে আর ওপরে ওঠেননি কবির। পরে অন্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি। খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিস দিরাই স্টেশন ইনচার্জ ইমরুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করলেও নদীর গভীরতা বেশি হওয়ায় রাত ১০টার দিকে তারা উদ্ধার কাজ স্থগিত করে ফিরে যান। পরে শুক্রবার সকাল থেকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাসের নেতৃত্বে ডুবুরি দল উদ্ধার কাজে নামে। একপর্যায়ে দুপুর ২টার দিকে ডুবুরি দল নদীর তলদেশ থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রুবেল আহমেদ জানান, কবির মিয়া (৪০) দাম্পত্য জীবনে এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। দীর্ঘ দিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আজিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
রাত ১১টার মধ্যে রাস্তার পাশের চায়ের দোকান বন্ধের নির্দেশ ডিএমপির ব্যাংক একীভূত করার প্রক্রিয়া কি হোঁচট খেল? ফেনীতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবির প্রস্তাবিত ৩ ভেন্যু চকরিয়ায় বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা গাজীপুরে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা জুলকারনাইনের ইন্তেকাল ওবায়দুল কাদের সম্পর্কে ‘মিথ্যাচার’ : যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে মামলা উপজেলা নির্বাচন : কেন্দ্রে থাকবে সর্বোচ্চ পুলিশ-আনসার ফেসবুকে ভিডিও দিয়ে মাসে লাখ টাকা আয় আরিয়ান মুন্নার নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সকল