০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বিয়ানীবাজার থেকে পালিয়েছেন করোনা আক্রান্ত সোনালী ব্যাংক কর্মকর্তা

-

বিয়ানীবাজারের সর্বশেষ করোনা শনাক্ত ব্যাংক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাতে তার করোনা পজেটিভ ফলাফল আসার পর শনিবার সকাল থেকে তিনি নিখোঁজ। উপজেলার বৈরাগীবাজারের সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত 'নিখোঁজ' করোনাক্রান্ত ব্যাংক কর্মকর্তার সন্ধান মিলেছে। তিনি ফের বাড়ি ফিরে যাচ্ছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

তিনি সম্প্রতি তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ থেকে বৈরাগীবাজারে ফিরে আসেন। তিনি নারায়ণগঞ্জ থাকাকালে করোনার পরীক্ষা করান। সেবার ফলাফল নেগেটিভ আসে। এরপর কর্মস্থলে এসে তিনি আরো দু’দিন দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ থেকে ফেরার পর তাকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশনা দিলেও ব্যাংকের ব্যবস্থাপক স্থানীয় প্রশাসনকে ওই কর্মকর্তার করোনা নেগেটিভ প্রতিবেদন প্রদর্শন করেন। ফলে তাকে আর কোয়ারেন্টাইনে থাকতে হয়নি।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: আবু ইসহাক আজাদ জানান, নারায়ণগঞ্জে তার করোনার ফলাফল নেগেটিভ আসলেও সিলেটের পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, রাস্তায় কোনোভাবে তিনি করোনায় আক্রান্ত হন।

তিনি জানান, সোনালী ব্যাংকের অপর আরেক কর্মকর্তা করোনা পরীক্ষা করতে দেয়ার সময় তিনিও ফের তার নমুনা পরীক্ষার জন্য দেন। আর এতেই তার করোনা ফলাফল পজিটিভ আসে।

ডা: আবু ইসহাক আজাদ বলেন, পুলিশসহ আমরা শনিবার সকালে করোনা আক্রান্ত ওই ব্যাংক কর্ম আইসোলেশনে থাকার জন্য নির্দেশনা দিতে গেলে জানতে পারি তিনি এলাকায় নেই। পরে অবশ্য তার মোবাইল ফোনে যোগাযোগ করে জানতে পারি আক্রান্ত ব্যক্তি সিলেট হয়ে নারায়ণগঞ্জের গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন। কি ধরণের যানবাহনে তিনি ফিরে যাচ্ছেন জানতে চাইলে কারো কাছে কোনো উত্তর মিলেনি।


আরো সংবাদ



premium cement
ইসরাইলগামী সকল জাহাজে হামলার হুমকি হাউছিদের কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করেও ৫০ আসন পাবে না : মোদি প্যারিসের বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের সরিয়েছে পুলিশ চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের মিরসরাইয়ে তীব্র তাপদাহে মরছে মাছ : লোকসানের মুখে চাষিরা মহেশখালীতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা, এগিয়ে জয়নাল

সকল