২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


পাকিস্তানের নৌঘাঁটিতে সন্ত্রাসীদের হামলা, নিহত ৪

পাকিস্তানের নৌঘাঁটিতে সন্ত্রাসীদের হামলা, নিহত ৪ - ফাইল ছবি

পাকিস্তান নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটিতে সোমবার হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ১০ দিনের মধ্যে এই নিয়ে এটি দ্বিতীয় বড় হামলা। বেলুচ লিবারেশন আর্মি এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।

তুরবাতে অবস্থিত পিএনএস সিদ্দিকিতে সোমবার রাতে একাধিক বিস্ফোরণ শোনা যায়। এই হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মির মজিদ ব্রিগেড। এই হামলার সাথে যুক্ত চার বেলুচ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তান নৌবাহিনী।

সরকারি তরফ থেকে দাবি করা হচ্ছে, বেলুচ লিবারেশন আর্মির এই হামলায় পিএনএস সিদ্দিকি এয়ার স্টেশনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

উল্লেখ্য, বেলুচ লিবারেশন আর্মি কয়েক দিন আগে গদর বন্দরে হামলা চালিয়েছিল। চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের অংশ হিসেবে এই বন্দরটি তৈরি করেছে চীন।

সূত্র : সিনহুয়া, এপি এবং অন্যান্য


আরো সংবাদ



premium cement