১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

‘হিন্দুরাষ্ট্রের দিকে যাত্রা শুরু হোক’

ভারতকে হিন্দুরাষ্ট্র হিসেবে চান সিনিয়র বিজেপি নেতা তথাগত রায়। - ছবি : সংগৃহীত

হিন্দু রাষ্ট্রের দিকে ভারতের যাত্রা শুরু হোক। দেশটির ৭৬তম স্বাধীনতা দিবসের পরের দিনই টুইট করে এ বার্তা দিলেন মেঘালয়ের সাবেক রাজ্যপাল ও সিনিয়র বিজেপি নেতা তথাগত রায়।

তিনি লিখেছেন, ‘আমরা স্বাধীন ভারতের ৭৬তম বছরে প্রবেশ করেছি। সংবিধানের প্রতি আমরা আনুগত্য প্রকাশ করছি। পাশাপাশি এই পবিত্র সংবিধানের দিকে একবার নতুনভাবে তাকানো যাক। জরুরি অবস্থার সময় এটি ট্যাম্পার্ড করা হয়েছিল। এবার হিন্দুরাষ্ট্রের দিকে আমাদের যাত্রা শুরু হোক।’

তিনি লিখেছেন, ‘এখন পর্যন্ত ১০৫ বার সংশোধন হয়েছে সংবিধানের। এটা খুব স্বাভাবিক, কারণ সংবিধান প্রণেতারা জ্ঞানী ও দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন। তারা সবজান্তা ছিলেন না। তবে ৩৭০ ধারার মতো কিছু আবর্জনাকে সরানো সম্ভব হয়েছে। আর ইমার্জেন্সির সময় সেকুলার, সোশ্যালিস্টের মতো শব্দ যুক্ত করা হয়েছে সংবিধানে।’

‘এগুলোও সরানো হবে- তার অপেক্ষায় রয়েছি। যে দেশে ভিন্ন ধর্মের জন্য ভিন্ন আইন থাকে, সেখানে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ব্যবহার করা যায় না।’

তিনি লিখেছেন, ‘আমরা সমাজতান্ত্রিকও নই, যদিও সোশ্যাল ডেমোক্র্যাটসরা শাসন ক্ষমতায় ছিলেন। এই বুজরুকিগুলো এবার দূর হওয়া দরকার।’

ওয়েস্টমিনস্টার মডেল থেকে বেরিয়ে প্রেসিডেন্সিয়াল মডেলের দিকে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন তথাগত রায়।

এর সাথেই তার সংযোজন- ‘সর্ব পন্থ সম্ভবকে যুক্ত করা দরকার। যদি এটা হিন্দুরাষ্ট্র হয় তবেই এটা সম্ভব হবে। হিন্দু, শিয়া, সুন্নি, ক্যাথলিক, পার্সি সকলেই যাতে শান্তিতে বসবাস করতে পারেন সে কারণে হিন্দুত্বকে নিশ্চিত করা দরকার। এর জেরে ধর্মকেন্দ্রিক ভোটব্যাঙ্কের রাজনীতিরও অবসান হবে।’

তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (@narendramodi), পিএমও ইন্ডিয়াকেও (@PMOIndia) ট্যাগ করেছেন তিনি।

সূত্র : হিন্দুস্থান টাইমস


আরো সংবাদ



premium cement
পাবনায় একরাতে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও! সম্পদ বিবরণী জমা দেয়ার বাধ্যবাধকতা বাতিল হলে দুর্নীতি উৎসাহিত হবে : টিআইবি ফিলিপাইন ও জাপানের নেতাদের সাথে বৈঠকে বসছেন বাইডেন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে বিএনপি : ওবায়দুল কাদের ভাড়া বেশি নিলে সেই বাস বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির ঢাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে মূলহোতাসহ ৩৫ জন গ্রেফতার মে মাসে মেলবোর্নে নিউক্যাসলের মুখোমুখি হবে টটেনহ্যাম নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৩ মেসি না খেলায় হংকংয়ের সমর্থকরা টিকেটের অর্ধেক অর্থ ফেরত পাবে অবন্তিকার অভিযোগ কে কে অবহেলা করেছে, তদন্ত করা হবে : জবি ভিসি

সকল