২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

‘হিন্দুরাষ্ট্রের দিকে যাত্রা শুরু হোক’

ভারতকে হিন্দুরাষ্ট্র হিসেবে চান সিনিয়র বিজেপি নেতা তথাগত রায়। - ছবি : সংগৃহীত

হিন্দু রাষ্ট্রের দিকে ভারতের যাত্রা শুরু হোক। দেশটির ৭৬তম স্বাধীনতা দিবসের পরের দিনই টুইট করে এ বার্তা দিলেন মেঘালয়ের সাবেক রাজ্যপাল ও সিনিয়র বিজেপি নেতা তথাগত রায়।

তিনি লিখেছেন, ‘আমরা স্বাধীন ভারতের ৭৬তম বছরে প্রবেশ করেছি। সংবিধানের প্রতি আমরা আনুগত্য প্রকাশ করছি। পাশাপাশি এই পবিত্র সংবিধানের দিকে একবার নতুনভাবে তাকানো যাক। জরুরি অবস্থার সময় এটি ট্যাম্পার্ড করা হয়েছিল। এবার হিন্দুরাষ্ট্রের দিকে আমাদের যাত্রা শুরু হোক।’

তিনি লিখেছেন, ‘এখন পর্যন্ত ১০৫ বার সংশোধন হয়েছে সংবিধানের। এটা খুব স্বাভাবিক, কারণ সংবিধান প্রণেতারা জ্ঞানী ও দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন। তারা সবজান্তা ছিলেন না। তবে ৩৭০ ধারার মতো কিছু আবর্জনাকে সরানো সম্ভব হয়েছে। আর ইমার্জেন্সির সময় সেকুলার, সোশ্যালিস্টের মতো শব্দ যুক্ত করা হয়েছে সংবিধানে।’

‘এগুলোও সরানো হবে- তার অপেক্ষায় রয়েছি। যে দেশে ভিন্ন ধর্মের জন্য ভিন্ন আইন থাকে, সেখানে ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা ব্যবহার করা যায় না।’

তিনি লিখেছেন, ‘আমরা সমাজতান্ত্রিকও নই, যদিও সোশ্যাল ডেমোক্র্যাটসরা শাসন ক্ষমতায় ছিলেন। এই বুজরুকিগুলো এবার দূর হওয়া দরকার।’

ওয়েস্টমিনস্টার মডেল থেকে বেরিয়ে প্রেসিডেন্সিয়াল মডেলের দিকে যাওয়ার প্রস্তাবও দিয়েছেন তথাগত রায়।

এর সাথেই তার সংযোজন- ‘সর্ব পন্থ সম্ভবকে যুক্ত করা দরকার। যদি এটা হিন্দুরাষ্ট্র হয় তবেই এটা সম্ভব হবে। হিন্দু, শিয়া, সুন্নি, ক্যাথলিক, পার্সি সকলেই যাতে শান্তিতে বসবাস করতে পারেন সে কারণে হিন্দুত্বকে নিশ্চিত করা দরকার। এর জেরে ধর্মকেন্দ্রিক ভোটব্যাঙ্কের রাজনীতিরও অবসান হবে।’

তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (@narendramodi), পিএমও ইন্ডিয়াকেও (@PMOIndia) ট্যাগ করেছেন তিনি।

সূত্র : হিন্দুস্থান টাইমস


আরো সংবাদ



premium cement
‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক

সকল