৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


মমতার কাছেও ইসরাইলি স্পাইওয়্যার কেনার প্রস্তাব এসেছিল!

‘পেগাসাস’ কেনার প্রস্তাব এসেছিল তার কাছে, জানালেন মমতা। - ছবি : সংগৃহীত

তিন বছর আগে ইসরাইলি স্পাইওয়্যার ‘পেগাসাস’ কেনার প্রস্তাব এসেছিল তার কাছে। বুধবার (১৬ মার্চ) বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় এমনটাই দাবি করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করেন, ‘কেন্দ্রীয় সরকার ফোন ট্যাপ করে। এমনকি আমার ফোন ট্যাপ করা হয়। কোনো কথা বললে সবকিছু জেনে নেবে ওরা।’

এই কথার সূত্র ধরেই মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘তিন বছর আগে আমার কাছেও পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি কিনিনি। কারণ, আমি মানুষের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করায় বিশ্বাসী নই। তাই পেগাসাস কিনিনি।’
কিন্তু বিজেপিশাসিত রাজ্যে পেগাসাস কেনা হয়েছে বলে বিধানসভায় দাবি করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপিশাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক ইত্যাদি রাজ্যে পেগাসাস কেনা হয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার এই পেগাসাস কিনেছিল। সেই সময় চন্দ্রবাবু নায়ডুর সরকার ছিল।’

পেগাসাসের কার্যকরিতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি আরো বলেন, ‘পেগাসাস কোনো গাড়িতে রেখে যদি ডালহৌসি এলাকায় গাড়িটি নিয়ে যাওয়া হয় তাহলে ওই এলাকায় যত মানুষ ফোনে কথা বলছেন, সেইসব কথাই ট্যাপ হয়ে যাবে। এভাবে মানুষের অধিকারে হস্তক্ষেপ করা হয়।’

উল্লেখ্য, গত বছর ২১ জুলাই শহীদ দিবসের ভার্চুয়াল সভায় পেগাসাস কেলেঙ্কারিতে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে দায়ী করেন মমতা। সাথে নিজের মোবাইল ফোনে লিউকোপ্লাস্ট লাগিয়ে পেগাসাস ঘটনার প্রতিবাদ জানান।

মুখ্যমন্ত্রীর পেগাসাস কেনার প্রস্তাব প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘অধিবেশন থেকে ওয়াকআউট করায় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী বলেছেন শুনিনি। তিনি পেগাসাস নিয়ে এমন দাবি করে থাকলে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পেগাসাস নিয়ে যে তদন্ত শুরু হয়েছে, সেই তদন্ত কমিটির উচিত অবিলম্বে মুখ্যমন্ত্রীকে জেরা করা।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement