২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আজ রাতের আকাশে দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’

আজ রাতের আকাশে দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’ - ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার রাতের আকাশে দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’। নাসা জানিয়েছে, যদি আকাশে মেঘ না থাকে তবে আগামী তিন দিন একই আকারে দেখা মিলতে পারে এই সুপারমুনের।

নাসা আরো জানিয়েছে, বৃহস্পতিবার আকাশে চাঁদ সবচেয়ে বেশি উজ্জ্বল হবে রাত ১২টা ১০ মিনিটে।
ভারতের সল্টলেকের পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, মেঘ না থাকলে কলকাতার আকাশে চাঁদ উঠবে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে। অস্ত যাবে শুক্রবার ভোর ৪টা ৫৬ মিনিটে।

এ আগে মে মাসেও দেখা গিয়েছিল একটি ‘সুপারমুন’। তার নাম ছিল ‘ব্লাড মুন’। সাথে ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তবে আকাশ মেঘে ঢাকা থাকায় ভারতের অনেক এলাকা থেকেই তা দেখা যায়নি। ২৭ দিন ধরে প্রদক্ষিণের পথে চাঁদ পৃথিবীর কাছে এসে পড়লে তার আকার প্রতিদিনের দেখা চাঁদের চেয়ে কিছুটা বড় হয়। তাই তা সুপারমুন। প্রতি বছরই এমন তিন থেকে চারটি সুপারমুন দেখা যায়। আর সেগুলো পরপরই আসে আকাশে। এ বছর এটাই শেষ সুপারমুন। এর আগেরগুলো দেখা গিয়েছিল গত ২৮ মার্চ, ২৭ এপ্রিল এবং ২৬ মে-তে। সল্টলেকের পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার অবশ্য জানিয়েছে, গত ২১ জুন পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল চাঁদ। তবে সেই দূরত্বে তা সাধারণত তিন দিন থাকে।

স্ট্রবেরি মুন-এর রাতে আকাশে চাঁদের রং স্ট্রবেরির মতো হয়ে যাবে তা কিন্তু নয়। উত্তর গোলার্ধে (ভারতও পড়ে) বসন্তকালের শেষ পূর্ণিমাকেই ডাকা হয় এই নামে। এটাই গ্রীষ্মের প্রথম পূর্ণিমা। এই সময় পূর্ণিমার চাঁদ আকাশে ওঠে কিছুটা নিচের দিকে। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে প্রতিসারিত আলোয় চাঁদের রং কিছুটা গোলাপি হয়ে ওঠে। তাই তার নাম স্ট্রবেরি মুন।

তবে মে মাসে যে ব্লাড মুন হয়েছিল, তার বিজ্ঞানভিত্তিক কারণ রয়েছে। সেই সময় যে ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও। যে কোনো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণেই চাঁদের উপর পড়া সূর্যের সামান্য আলো আর পৃথিবীর বায়ুমণ্ডল থেকে প্রতিসারিত আলোর মিশ্র কারিকুরিতে চাঁদকে কিছুটা লালচে দেখায়। তাই তখন চাঁদ হয়ে ওঠে ব্লাড মুন। সেই রঙে চাঁদ এক ঘণ্টার বেশি থাকতেও পারে না।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
শ্রীনগরে নাতিকে মাদরাসায় দিয়ে ফেরার পথে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও চলছে মেসি ঝলক, আবারো জোড়া গোল উল্লাপাড়ায় গাড়িচাপায় অটোভ্যানচালক নিহত থাইল্যান্ড সফর শেষে সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী বিপরীত উচ্চারণের ঈদ পুনর্মিলনী ফরিদপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতরা অচিরেই গ্রেফতার করা হবে : র‌্যাব মুখোপাত্র ধর্মঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন বন্ধ, দুর্ভোগে মানুষ আমাদের মূল লক্ষ্য মানুষকে জাগিয়ে তোলা : গাজা ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীরা গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করতেই খালেদা জিয়াকে বন্দী রেখেছে সরকার : রিজভী

সকল