৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


৭১ দিনের মধ্যে সর্বনিম্ন ভারতের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা

৭১ দিনের মধ্যে সর্বনিম্ন ভারতের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা -

ভারতে করোনার দ্বিতীয় ধাক্কা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। অন্তত পরিসংখ্যান সেকথাই বলছে। গত ২-৩ সপ্তাহ ধরে লাগাতার দৈনিক সংক্রমণ কমতে থাকায় করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা এখন অনেকটাই কমের দিকে। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর একটা সময় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু ক্রমাগত সচেতনতার প্রচার, কড়া বিধি নিষেধ এবং টিকাকরণের ফলে তা আবার ঘুরে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার ভারতের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা নেমে এসেছে ৮ লাখ ২৬ হাজারের ঘরে। যা কিনা গত ৭১ দিনের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৭ হাজার ২০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য বেড়েছে। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লাখ ৩১৩ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৯০৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। দেশের দৈনিক সংক্রমণের হার অনেক দিন ধরেই নিম্নমুখী। তবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্বেগে রাখছিল মৃত্যুর পরিসংখ্যান। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে।

ভারতে বড় স্বস্তির জায়গা হলো অ্যাকটিভ কেস। এ দিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে ৪০ হাজারেরও বেশি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২৬ হাজার ৭৪০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৫৭০ জন। ইতোমধ্যেই ভারতে ২৬ কোটি ৫৫ লাখ ১৯ হাজার ২৫১ জনকে টিকা দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৯ লাখের বেশি মানুষের।
সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement