৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


আফগানিস্তান ছাড়ার পর পাকিস্তানের উপর চাপ বাড়ানোর ঘোষণা বাইডেনের

আফগানিস্তান ছাড়ার পর পাকিস্তানের উপর চাপ বাড়ানোর ঘোষণা বাইডেনের - ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানের তালেবানদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যাবার পর দেশটির সমাগ্রিক পরিস্থিতির জন্য তিনি তালেবানদের দায়ী করবেন। এছাড়া তিনি অন্য দেশগুলোকে, বিশেষ করে পাকিস্তানকে চাপ দিচ্ছেন যাতে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাবার পর দেশটির স্থিতিশীলতায় তারা কার্যকর ভূমিকা পালন করে। বুধবার এক বক্তব্যে বাইডেন এসব কথা বলেন।

বাইডেন তার ভাষণে ১১ সেপ্টেম্বরের আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ঘোষণা দিয়ে বলেন, ‘আমরা তালেবানকে অভিযুক্ত করব তাদের প্রতিশ্রুতির পালন করার ব্যাপারে। তালেবান প্রতিশ্রুতি দিয়েছে যে আফগানিস্তানের মাটিতে তারা এমন কোনো সন্ত্রাসীদের আশ্রয় দিবে না যারা মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে হুমকি স্বরূপ। আফগান সরকারও আমাদেরকে একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল।’

তিনি আরো বলেন, ‘আমরা এ অঞ্চলের অন্যান্য দেশগুলোকে বিশেষ করে পাকিস্তান, রাশিয়া, চীন, ভারত ও তুরস্ককে বলব যে আপনারা আফগানিস্তানকে সাহায্য করুন।‘

ইরানের নাম উল্লেখ না করে বাইডেন বলেন, ‘এ অঞ্চলের দেশগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আফগানিস্তানের ভবিষ্যৎ স্থিতিশীলতা আনায়নে।’

এর আগে, মার্কিন পররাষ্ট্র সচিব এন্টনি জে. ব্লিকেনের সাথে ফোনালাপে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, ‘পাকিস্তান সব সময় আফগানদের মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত শান্তি আলোচনাকে সমর্থন করে। এ শান্তি আলোচনা আফগানিস্তানের সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মতিক্রমে হতে হবে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আলোচনার সময়ে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা, আফগান শান্তি প্রক্রিয়া ও দ্বিপাক্ষিক সহযোগিতার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়।

এসময় মার্কিন যুক্তরাষ্ট্র এ আঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনায়নে পাকিস্তানের অব্যাহত চেষ্টার কথা শ্রদ্ধার সাথে স্বীকার করে। এছাড়া দু’দেশের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুত ব্যক্ত করা হয়।

সূত্র : ডন


আরো সংবাদ



premium cement