৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


পঙ্গপালের আক্রমণে দিশেহারা ভারত

পঙ্গপালের আক্রমণে দিশেহারা ভারত - ছবি : সংগৃহীত

ভারতের অন্তত ৫০ জেলায় পঙ্গপালের আক্রমণ অব্যাহত রয়েছে। ইতোমধ্যে পঙ্গপাল দেশটির প্রায় ৫০ হাজার হেক্টর ফসলি জমি ধ্বংস করেছে। যেখানে যাচ্ছে সেখানকার শস্যই শেষ করে দিচ্ছে।

সবচেয়ে আক্রান্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ। পঙ্গপাল তাড়াতে ভারতের রাজস্থান রাজ্যে ড্রোন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এই প্রথম ভারতের কোনো রাজ্য পঙ্গপাল তাড়াতে ড্রোন প্রযুক্তি ব্যবহার করল।

গতকাল বুধবার রাজস্থানের রাজধানী জয়পুরের চোমু তেহসিল এলাকার সামোদ গ্রামে পঙ্গপাল তাড়াতে ড্রোন ব্যবহার করা হয়।

এক দিন আগে পঙ্গপাল হানা দেয় এই গ্রামের কৃষিজমিতে। পরে মধ্যপ্রদেশেও পঙ্গপাল তাড়াতে ড্রোন ব্যবহার করা হয়েছে। বিশেষভাবে তৈরি এই ড্রোনগুলো ব্যবহার করে ১০ লিটার করে কীটনাশক ছড়ানো যায়। এটি একধরনের শব্দ করে, যা পঙ্গপাল তাড়াতে সাহায্য করে।

চলতি বছরের শুরুতে পঙ্গপালের বিরুদ্ধে লড়াইয়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে সাফল্য পেয়েছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া। কৃষি জমি রক্ষায় কেনিয়াও ড্রোন ব্যবহার শুরু করতে যাচ্ছে। বিশ্বের বেশ কয়েকটি দেশে একই সময়ে পঙ্গপালের আক্রমণ অব্যাহত রয়েছে। পার্সটুডে


আরো সংবাদ



premium cement