২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নারী টি-২০ বিশ্বকাপে সামর্থ্য দেখানোর অপেক্ষায় টাইগ্রেসরা

আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
-

দক্ষিণ আফ্রিকায় ১০ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে নারী টি-২০ বিশ্বকাপ। এর আগে আজ থেকে প্রস্তুতিমূলক ম্যাচ শুরু করছে অংশ নেয়া দলগুলো। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। কেপ টাউনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এ ছাড়া আরো চারটি প্রস্তুতিমূলক ম্যাচ রয়েছে। ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
মূল পর্বে ১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। গ্রুপ-‘বি’তে আছে ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
গত শনিবার কেপটটাউনে ১০ দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত হয়েছে ক্যাপ্টেন্স ডে। যেখানে সেরাটা দিয়ে বিশ্বকাপে সামর্থ্য দেখানোর অপেক্ষায় টাইগ্রেসরা। জাহানারা তো জানিয়েই দিলেন প্রতিটি ম্যাচেই নজর কাড়তে চান এবং জিততে চান।
টি-২০ বিশ্বকাপে আগে খেললেও উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই টাইগ্রেসদের। ২০১৪ সালে দুই জয়ের পর পরে ২০১৬, ২০১৮ ও ২০২০ বিশ্বকাপের কোনো ম্যাচই জিততে পারেনি বাংলাদেশ দল। ক্যাপ্টেন্স ডে’তে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, ‘অতীতের সব ব্যর্থতা ভুলে এবারের বিশ্বকাপে ভালো কিছু করাই থাকবে তাদের প্রধান লক্ষ্য। এটা আমাদের মাত্র পঞ্চম টি-২০ বিশ্বকাপ। ২০১৪ সালের পর আমরা কখনো জিততে পারিনি; কিন্তু এবার নিজেদের সেরাটা দিয়েই লড়ব।’
তিনি যোগ করেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো বড় দলগুলোর বিপক্ষে আমাদের খেলার সুযোগ খুব একটা হয় না। বিশ্বকাপেই এ ধরনের সুযোগ হয়। ফলে সুযোগ থাকে নিজেদের সামর্থ্য আর প্রতিভা দেখানোর।’
গতকাল ভারতীয় দৈনিক ‘ইন্ডিয়া টুডে’-কে দেয়া সাক্ষাৎকারে জাহানারা বলেছেন, ‘বিশ্বকাপে আমরা নিজেদের একটা ছাপ রাখতে চাই। অবশ্যই সব দলের বিপক্ষে জেতার জন্য খেলব আমরা।’
গত মাসে এই দক্ষিণ আফ্রিকাতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স খেলেছিল বাংলাদেশের মেয়েরা। হারিয়েছিল অস্ট্রেলিয়ার মতো দলকে। তবে বয়সভিত্তিক পর্যায় থেকে সিনিয়রদের বিশ্বকাপ যে ভিন্ন, সেটা মনে করালেন জাহানারা, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর মেয়েদের টি-২০ বিশ্বকাপের ব্যবধান অনেক। আমাদের মেয়েরা সেই বিশ্বকাপে সাহসী ক্রিকেট খেলেছে। কিন্তু সিনিয়র দলে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে সব কিছুতে অনেক এগিয়ে।’


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত

সকল