০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


অস্ট্রেলিয়া ছাড়তেই হলো জোকোভিচকে

-

আজ অস্ট্রেলিয়ান ওপেনে তার প্রথম রাউন্ডে খেলার কথা ছিল স্বদেশী মিওমির কেচমানোভিচের বিপক্ষে। তার আর হলো না নোভাক জোকোভিচের। নিজের শিরোপা রক্ষার সুযোগটা পেলেন না বিশ্বের এক নম্বর এই সার্বিয়ান তারকা। দেশটার ফেডারেল কোর্টের আদেশে অস্ট্রেলিয়া থেকে বের করে দেয়া হলো বিশ্বের শীর্ষ এই টেনিস তারকাকে। বাতিল করে দেয়া হয়েছে তার ভিসাও। গতকালই অস্ট্রেলিয়া ছাড়েন তিনি।
গত পরশু দ্বিতীয় দফায় জোকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়ার অভিবাসন দফতর। গতকাল শেষবারের মতো আপিল করেছিলেন জোকোভিচ, তাতে লাভ হয়নি। নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছে অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট। অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হকে বলছেন, টিকা না নেয়া জোকোভিচকে অস্ট্রেলিয়ায় থাকতে দিলে সেটি টিকাবিরোধী মানসিকতাকে উৎসাহিত করতে পারে, পাশাপাশি অস্ট্রেলিয়ার সাধারণ জনগণের মধ্যেও ক্ষোভ দেখা দিতে পারে। চূড়ান্ত শুনানিতে জোকোভিচের পরাজয়ের কারণে এখন আগামী তিন বছরের জন্য অস্ট্রেলিয়ার ভিসা পাবেন না জোকোভিচ। ভিসা না পেলে আগামী তিন বছর অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন না।


আরো সংবাদ



premium cement