২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কিংবদন্তিদের পাশে আবিদ

-

বাংলাদেশী ওপেনাররা ব্যর্থ হলেও দুই ওপেনারের ব্যাটে চড়ে জয়ের ভিত গড়ছে পাকিস্তান। আবিদ আলি-আবদুল্লাহ শফিক জুটি প্রথম ইনিংসে করেছে ১৪৬ রান। দ্বিতীয় ইনিংসে দু’জনের উদ্বোধনী জুটি থেমেছে ১৫১ রানে। আবিদ আলি গড়েছেন রেকর্ড। ৯ রানের জন্য মিস করেছেন একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কীর্তি। তবুও কিংবদন্তিদের পাশে বসেছেন আবিদ।
১৩৩ ও ৯১ রানের ইনিংসে ম্যাচসেরা আবিদ। একই টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কীর্তি রয়েছে পাকিস্তানি ১০ ব্যাটারের। আবিদের সুযোগ ছিল হানিফ মোহাম্মদ, জাভেদ মিঁয়াদাদের মতো কিংবদন্তিদের পাশে বসার। ৯ রানের জন্য দারুণ মাইলফলক ছোঁয়া হলো না আবিদের। তবে কিংবদন্তিদের পাশে ঠিকই বসেছেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার।
আবিদের আগে পাকিস্তানের ছয় ব্যাটার একই টেস্টে সেঞ্চুরি ও নব্বইয়ের ঘরে কাটা পড়েছেন। এ তালিকায় আছে জহির আব্বাস, মহসিন খান, সাঈদ আনোয়ার, হাফিজ, ইউনুস খানরা। অভিষেক টেস্টে জোড়া ফিফটি হাঁকানো আবদুল্লাহ শফিককে নিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন আবিদ। কোনো টেস্টের দুই ইনিংসেই পাকিস্তানি ওপেনাররা অন্তত ৫০ ছুঁয়েছেন এমন ঘটনা আগে ছিল না।


আরো সংবাদ



premium cement

সকল