০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ভলিবলের ভবন ও মাঠ উদ্বোধন

-

গতকাল পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে নবনির্মিত ছয়তলা ভবন ও আন্তর্জাতিক মানের দু’টি নতুন কোর্টসহ ভলিবল কমপ্লেক্স এবং ২৩ বছর পর নতুন করে শুরু হওয়া ফেডারেশন কাপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় তিনি বলেন, ‘দেশের ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে ভলিবল একটি উচ্চতা, বুদ্ধি ও শক্তির খেলা। একটি নতুন ক্রীড়া কমপ্লেক্স পেয়ে খেলাটি আরো গতি পাবে বলেই আমার বিশ্বাস। ’
এ সময় বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু উপস্থিত ছিলেন। সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘ভলিবলের নিজস্ব সুন্দর নতুন একটি কমপ্লেক্স তৈরি হয়েছে। আশা করি আগামী এসএ গেমসে একটি স্বর্ণপদক পেতে পারি।’
ফেডারেশন কাপের উদ্বোধনীতে নৌবাহিনী ৩-১ সেটে বিকেএসপিকে, পুলিশ সমান সেটে আনসারকে ও সেনাবাহিনী ৩-০ সেটে তিতাস ক্লাবকে হারায়। আজ খেলবে সেনাবাহিনী-বিকেএসপি, বিমান-পুলিশ, তিতাস-নৌবাহিনী ও বিদ্যুৎ-আনসার।

 


আরো সংবাদ



premium cement