২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

খেলোয়াড় অপহরণের অভিযোগ মেরিনার্সের

দলবদলের আগে উত্তপ্ত হকি অঙ্গন
-

তিন বছর পর আজ থেকে যখন হকির দলবদল শুরু হবে, তার ঠিক দেড় দিন আগে শুক্রবার রাতে মতিঝিল পাড়ায় ঘটে খেলোয়াড় অপহরণের ঘটনা। ডিফেন্ডার সারোয়ার মোর্শেদ শাওনকে নিয়ে টানাটানি করে ঢাকা মেরিনার ইয়াংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মেরিনার্সের অভিযোগ, শাওনের সাথে চুক্তির পর নওগাঁর বাড়ি থেকে রওনা হয়ে ঢাকায় আসার তাকে অপহরণ করে মোহামেডান। অন্য দিকে মোহামেডানের বক্তব্য, শাওন তাদেরই খেলোয়াড়। বিষয়টি থানা পর্যন্ত গড়ালেও শাওন বর্তমানে মোহামেডানেই অবস্থান করছেন।
এ ঘটনায় গতকাল বিকেলে আকস্মিক সংবাদ সম্মেলন করে মেরিনার্স ক্লাব। সেখানে সহসভাপতি আলমগীর কবির বলেন, ‘গত ৯ সেপ্টেম্বর আমরা শাওনের বাড়ি নওগাঁয় গিয়ে তিন লাখ ৮০ হাজার টাকায় তার সাথে আসন্ন মৌসুমের জন্য স্ট্যাম্পে চুক্তি করি। যার মধ্যে দুই লাখ টাকা অগ্রিম দিয়েছি।’ তিনি যোগ করেন, ‘১৬ সেপ্টেম্বর শাওন নওগাঁ থেকে ঢাকায় এলে তাকে অপহরণ করে মিরপুরে নিয়ে যাওয়া হয়। এরপর তার সাথে আমাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমরা জানতে পারি সে মোহামেডান ক্লাবে রয়েছে। শুক্রবার রাতে আমরা সেখানে গিয়ে তাকে নিয়ে সরাসরি মতিঝিল থানায় যাই জিডি করতে।’ সহসভাপতি আরো বলেন, থানায় ডিউটিরত অফিসার ওসি ও এসির কাছে অপহরণের বর্ণনা দেয় শাওন।
পাল্টা সংবাদ সম্মেলনে মোহামেডান ক্লাবের হকি ম্যানেজার ও সাবেক তারকা খেলোয়াড় আরিফুল হক প্রিন্স এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘শাওন আমাদের চুক্তিভুক্ত খেলোয়াড়। সাড়ে চার লাখ টাকা দিয়ে আগেই তাকে চুক্তিভুক্ত করিয়েছি। তা ছাড়া ফেডারেশনের বাইলজ অনুযায়ী টোকেন যার খেলোয়াড় তার। থানার ওসির সামনেও সে আমাদের দলে খেলার স্বীকৃতি দিয়েছে।’ অভিযোগ করে প্রিন্স বলেন, শুক্রবার রাতে মেরিনার্সের কর্মকর্তা ও সমর্থকরা মোহামেডান ক্লাবে ঢুকে ভাঙচুর করেছে।
এ বিষয়ে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ক্লাবগুলোই নিয়ম করেছে যে, টোকেন যার খেলোয়াড় তার। কোনো খেলোয়াড় যদি নিরাপত্তার কারণে দলবদল করতে ফেডারেশনে আসতে না পারে, তা হলে আমরা ক্লাবে গিয়ে তার টোকেন নিয়ে আসব।’
আজ বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট পাঁচ দিন চলবে দলবদল।

 


আরো সংবাদ



premium cement
মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার

সকল