০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


১৩ বছর পর নক আউটে ডাচরা

-

সর্বশেষ ২০০৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নক আউটে উঠেছিল নেদারল্যান্ডস। মাঝের এক যুগে ২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপ খেলতে ব্যর্থ হয় দলটি। বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়াকে হারিয়ে ১৩ বছর পর ইউরোর শেষ ষোলোয় নাম লিখিয়েছে ডাচরা। ঘরের মাঠ আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় বৃহস্পতিবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। গতকাল ই গ্রুপের ম্যাচে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়েছে সুইডেন। পেনাল্টি থেকে গোলটি করেন এমিল ফোর্সবার্গ।
এদিকে ‘বি’ গ্রুপে দুর্দান্ত লড়াই করেও বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে ডেনমার্ক। ফলে ‘বি’ গ্রুপে প্রথম দল হিসেবে নকআউটে পা রাখল বেলজিয়ানরা। মাত্র তিন দিন আগে অনুশীলনে ফেরা কেভিন ডি ব্রুইনের খেলাই নিশ্চিত ছিল না। সেখানে সব অনিশ্চয়তা দূরে ঠেলে বিরতির পর মাঠে নেমেই খেলার চিত্র বদলে দিলেন তিনি। কোণঠাসা দলকে পথে ফেরাতে সতীর্থ থরগান হ্যাজার্ডের গোলে রাখলেন অবদান, পরে নিজে করলেন দুর্দান্ত একটি গোল। ডেনমার্কের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দারুণ এক জয় তুলে নিলো বেলজিয়াম। ডেনিশদের হয়ে একমাত্র গোলটি করেন ইউসুফ পাউলসেন।
পুরো ম্যাচে বল দখলে কিছুটা এগিয়ে ছিল অস্ট্রিয়া। তবে গোলের উদ্দেশে তাদের ৯ শটের একটি ছিল শুধু লক্ষ্যে। বিপরীতে নেদারল্যান্ডসের ১৪ শটের চারটি লক্ষ্যে ছিল। ১১ মিনিটেই এগিয়ে যায় নেদারল্যান্ডস। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন মেমফিস ডিপাই। ডি-বক্সে ডামফ্রিসকে অস্ট্রিয়ার ডেভিড আলাবা ফাউল করলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধ্বের ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান ডেনজেল ডামফ্রিস। মালেনের পাসে কাছ থেকে তার নেয়া শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ায় (২-০)। শেষ অবধি ডাচদের পরীক্ষা নিতে পারেনি অস্ট্রিয়া। দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচ বাহিনী।


আরো সংবাদ



premium cement