২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

১৫০ কোটি টাকায় টিভিস্বত্ব বিক্রির আশা

-

দুই বছরের জন্য হোম সিরিজের টিভিস্বত্ব ১৫০ কোটি টাকায় বিক্রির প্রত্যাশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সময়ে বাংলাদেশ জাতীয় পুরুষ দল ৯টি হোম সিরিজ খেলবে, যেখানে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-২০ ম্যাচ রয়েছে। চলতি বছরের ১৮ মে থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত হোম সিরিজের টিভিস্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে বিসিবি। ১৭ মে টিভিস্বত্ব বিক্রির শেষ সময়।
২০১৪ সালে ছয় বছরের জন্য ২ কোটি ২৫ হাজার ডলারে হোম সিরিজের টিভিস্বত্ব গাজী টেলিভিশনের কাছে বিক্রি করে বিসিবি। এরপর শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দরপত্র আহ্বান করেছিল বোর্ড। তাতে তিনটি প্রতিষ্ঠান অংশ নিলেও তিন ওয়ানডে এবং দুই টেস্টের জন্য ১৭ কোটি ৯৭ লাখ টাকায় সম্প্রচার স্বত্ব কিনে নেয় ব্যান-টেক। পরে অবশ্য তারা গাজী টিভি ও টি-স্পোর্টসের কাছে বিক্রি করে দেয়। যেখান থেকে বিসিবি ১২ কোটি ৬০ লাখ টাকা বেশি পেয়েছিল। এবারও তেমনটি আশা করছে বিসিবি। এক কর্মকর্তার বক্তব্য, ‘বাংলাদেশ ক্রিকেটের বর্তমান ব্র্যান্ডভ্যালু অনুপাতে ১৫০ কোটি টাকা বিসিবি পেতেই পারে।’
গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস এবারও টিভিস্বত্ব কেনার আগ্রহ প্রকাশ করেছে। বিজ্ঞাপনী সংস্থা ব্যান-টেকও দৌড়ে আছে।


আরো সংবাদ



premium cement