০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ঢাকা আবাহনী ও বসুন্ধরার জয়

ঢাকা আবাহনী ৫:২ ব্রাদার্স; বসুন্ধরা কিংস ২:০ পুলিশ
-

আগের ম্যাচে পুলিশের সাথে ড্র করা। সে ধাক্কা গতকাল বেশ ভালোভাবেই সামলিয়ে নিলো ঢাকা আবাহনী। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কাল তাদের ঝড় বইয়ে গেছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। রেলিগেশন ফাইটে থাকা গোপীবাগের দলটিকে ৫-২ গোলে হারিয়ে নিজেদের পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রেখেছে তারা। এই ম্যাচে অধিনায়ক হিসেবে ব্রাদার্সের জার্সি গায়ে নামেন জাহিদ হোসেন এমিলি। অবশ্য ১৮ মিনিট পরেই তুলে নেয়া হয় তাকে। দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস ২-০ গোলে হারায় পুলিশকে।
২২ মিনিটে আবাহনীর গোল উৎসবের শুরু। রায়হান হাসানের লম্বা থ্রোতে বেলফোর্ডের ব্যাক হেডে সাইড ভলিতে গোল সানডে চিজোবার। ৪০ মিনিটে আবারো গোলের উৎস রায়হানের লম্বা থ্রো। এবার আফগান ফুটবলার মাসি সাইঘানির ব্যাক হেডে নাসিরের হেডে আনুষ্ঠানিকতা। ২৯ মিনিটে ব্রাদার্স কিপার জাফর সরদারকে একা পেয়েও বল তার গায়ে মারা জুয়েল রানা ৪৪ মিনিটে গোলের দেখা পান। ব্রাজিলিয়ার রাফায়েলের কর্নারে বেলফোর্ডের হেড গোলরক্ষক ঠেকিয়ে দিয়ে ফিরতি বলে জুয়েলের টোকা।
৬২ মিনিটে আবাহনীর স্কোর লাইন ৪-০ হয় সানডের পাসে হাইতির বোলফোর্ড আগুয়ার গোলরক্ষককে পরাস্ত করলে। এরপরই ব্যবধান কমানো ব্রাদার্সের। নাইজেরিয়ার আওয়ালা মাগালানের শট সাইঘানির গায়ে লেগে গোলরক্ষক সুলতান আহমেদ শাকিলকে বোকা বানিয়ে আশ্রয় নেয় জালে। ৭৮ মিনিটে আবাহনীর পঞ্চম গোল রুবেল মিয়ার কল্যাণে। লব থেকে আসা বল তিনি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান। ৯৪ মিনিটে আবাহনীর মামুন মিয়া উজবেক ফুরকাত জনকে ফাউল করলে রেফারি জি এম নয়নের দেয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন মাগালান।
পুলিশের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধ শেষে ৫৮ মিনিটে সবুজের গোলে এগিয়ে যায় বসুন্ধরা। ৬২ মিনিটে ব্যবধান দিগুণ করেন তপু বর্মন। ম্যাচের ১৭ মিনিটে লিগ চ্যাম্পিয়নদের রবসন রবিনহোর পেনাল্টি ঠেকিয়ে দেন পুলিশের গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল।


আরো সংবাদ



premium cement
আড়াইহাজারে মুরগি রান্নাকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ চীন কিভাবে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় সাহায্য করছে হবিগঞ্জে এপেক্স শো-রুমে আগুন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের দল ঘোষণা পশ্চিমি রাষ্ট্রগুলো সরাসরি সম্পৃক্ত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তীব্রতর করতে পারে চলমান তাপপ্রবাহের শেষ দিন আজ! ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবি মেনে নিলো দুটি মার্কিন বিশ্ববিদ্যালয় গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে বিবেচনা করছে হামাস ই-ফাইলিং এবং ই-রিটার্ন : একটি ঝামেলা-মুক্ত কর-মওসুম এক যুগের অপেক্ষা ঘোচাল কলকাতার ভারত-চীন-মার্কিন, কোন জেরে বাংলাদেশ

সকল