২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাঁচ বলে ওভার

-

টেস্ট ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিং মোটেও সহজ নয়। পাঁচ দিন খেলাটিকে পরিচালনা করতে গিয়ে কিছু ভুলত্রুটি অস্বাভাবিক নয়। তবে আম্পায়ারদের কিছু কিছু ভুল অবাক করে সবাইকে। এ রকমই এক ভুলের দেখা মিলল শ্রীলঙ্কা-বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৫ বলে ওভার গুনলেন আম্পায়ার।
উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংসে অন ফিল্ড আম্পায়ার ছিলেন কুমার ধর্মসেনা ও রুচিরা পালিয়াগুরুগে। দ্বিতীয় দিন প্রথম সেশনে, ১০৫তম ওভারে নন স্ট্রাইক প্রান্তে বল গণনায় এই ভুল করেন পালিয়াগুরুগে। ওই ওভারে বল করছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। ৫ বল করতেই পালিয়াগুরুগে ওভার কল করে বসেন। ফলে ৫ বলেই শেষ হয় ১০৫তম ওভার!


আরো সংবাদ



premium cement