২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আজ থেকে জিম অনুশীলন

-

বর্তমান করোনা পরিস্থিতি দারুণভাবে সামাল দিয়েছে নিউজিল্যান্ড। যে কারণে বাংলাদেশ থেকে যাওয়া প্রায় ৩৫ জনের বহরকে মানতে হচ্ছে কঠোর করোনাবিধি। দলও তাদের বিধিনিষেধ সঠিকভাবে পালন করায় বাড়ছে সুযোগ সুবিধাও। প্রথমে মুক্তবাতাসে আধঘণ্টা হাঁটার অনুমতি পাওয়ার পর গতকাল থেকে বাড়িয়ে করা হয়েছে ১০০ মিনিট। কোয়ারেন্টিনে থাকলেও প্রতিদিন ৫০ মিনিট থেকে ১০০ মিনিট করে বাইরে হাঁটতে পারছেন সফরে যাওয়া সবাই। সুখবর রয়েছে আরো। আজ বুধবার থেকে পাওয়া যাবে জিম করার সুবিধা এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে পাঁচজন মিলে করা যাবে অনুশীলন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
‘আজ (গতকাল) সবার তৃতীয় করোনা পরীক্ষার নমুনা নেয়া হয়েছে। এসব পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয় না। তবে সবাই নেগেটিভ হলেই প্রতিদিন বাড়ছে সব ধরনের সুযোগ-সুবিধা। সবাই করোনা নেগেটিভ থাকলে ১০ মার্চ থেকে মুক্তভাবে চলাফেরা করতে পারবে। দীর্ঘসময় রুমে বন্দি থাকার ফাঁকে বাইরে হাঁটার সুযোগটি ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার ক্ষেত্রে বিশেষ সহায়ক।’
এদিকে নিউজিল্যান্ডে সাফল্য পেতে হলে দলকে দিতে হবে ধৈর্য্যরে পরীক্ষা। এমনটাই জানালেন জাতীয় দলের উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ডে টেস্ট ও ওয়ানডে অভিষেক হওয়া সোহান তার নিজ অভিজ্ঞতায় মনে করেন, স্বাগতিকদের অনুকূল পরিবেশে ব্যাটিং-বোলিংয়ে প্রথম ১০ ওভার অনেক বেশি গুরুত্বপূর্ণ। সফরকারীরা দেখেশুনে বুঝে সেটি মোকাবেলা করতে হবে।
মিরপুর শেরেবাংলায় গতকাল সোহান বলেন, ‘অতীতে অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবসময় নতুন বলে খেলাটা কঠিন। পেস বান্ধব কন্ডিশনে প্রথম ১০ ওভারে পেসাররা সুবিধা পেয়ে থাকে। তাই নিউজিল্যান্ডে সফল হওয়ার একমাত্র মন্ত্র হলো, প্রথম ১০-১৫ ওভার টিকে থাকা।’
নিউজিল্যান্ডে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ খেলতে যাওয়া বাংলাদেশ দলে সুযোগ হয়নি সোহানের। তবে তাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে নিউজিল্যান্ডে উড়ে যেতে পারেন তিনি। বল নিয়ে তার পর্যালোচনা, ‘বল যখন পুরনো হয়, তখন সেটি বেশি কিছু করতে পারে না। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা শুরুতে টিকে যেতে পারলে সবসময় বড় স্কোর করতে পারে।’
অতীতে নিউজিল্যান্ডে বড় স্কোর করেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবালরা। কিন্তু তাদের ইনিংসগুলো নিউজিল্যান্ডের মাটিতে সব ভার্সন মিলিয়ে এ পর্যন্ত ২৬ দেখায় কোনো জয় পেতে সহায়তা করেনি বাংলাদেশকে। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টেস্ট, ১৩টি ওয়ানডে ও চারটি টি-২০ খেলেছে বাংলাদেশ। কিন্তু কখনোই জয়ের দেখা পায়নি তারা। তবে সোহান বিশ্বাস করেন, এবার চিত্র পাল্টে দিতে পারে বাংলাদেশ।
‘কখনো হয়নি, তাই বলে যে হবে না এমনটি জোর দিয়ে বলা যায় না। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট হারলেও সবাই দেশ ছেড়েছে বিশেষ প্রত্যয়ী হয়ে। আগেভাগেও গিয়েছে। কোয়ারেন্টিন শেষ করে প্র্যাকটিসে ফিরলে সবাই ব্রতী হবেন নির্দিষ্ট লক্ষ্যে। পরিবর্তনের আশায় আছি আমিও’, বক্তব্য তার।


আরো সংবাদ



premium cement