২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কঠোর কোয়ারেন্টিনে তামিমরা

চতুর্থ দফা টেস্টে নেগেটিভ হলে দলীয় প্র্যাকটিস
-

ক্রাইস্টচার্চের ‘শ্যাডো বাই পার্ক’ হোটেল এখন তামিম ইকবাল, মুশফিকুর রহীম এবং মাহমুদল্লাহ রিয়াদদের ঠিকানা! করোনার কারণে নিউজিল্যান্ডে ওই পাঁচতারকা হোটেলে কোয়ারেন্টিনে রয়েছেন খেলোয়াড়-স্টাফরা। বাংলাদেশের ওয়ানডে আর টি- টোয়েন্টি দলের জন্য কিউইরা কঠোর কোভিড-১৯ প্রটোকল প্রয়োগ করেছে। সেই প্রটোকলে প্রথম ছয় দিন হোটেল থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই।
ক্রাইস্টচার্চ থেকে সংবাদমাধ্যমের সাথে মুঠোফোনে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। রাবিদ বলেন, ‘এখন পুরো জাতীয় দলের বহর ক্রাইস্টচার্চের পাঁচতারকা শ্যাডো বাই পার্ক হোটেলে অবস্থান করছে। ক্রিকেটারদের রুমের বাইরে রেস্টুরেন্ট, ডাইনিং, সুইমিংপুল এমনকি লবিতেও যাওয়ার কোনো সুযোগ নেই। সেখানে সব ক্রিকেটার আপাতত নিজ নিজ রুমে আটকা। কেউ কোথাও বের হতে পারছে না। নেই এর কোনো সুযোগও।’
তিনি যোগ করেন, ‘ক্রিকেটারদের খাওয়াদাওয়াও হোটেল রুমে। হোটেল স্টাফরা প্রত্যেক ক্রিকেটার, কোচিং, সাপোর্টিং স্টাফÑ সবার ঘরের বাইরে খাবার রেখে যায়। মুখে মাস্ক পরে সেই খাবার নিতে রুম থেকে বের হতে হয়। মাস্ক খুলে বের হওয়ার কোনো অবকাশ নেই।’
নিউজিল্যান্ড পৌঁছানোর পর গতকাল ছিল দ্বিতীয় রাত। মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, ক্রাইস্টচার্চে পা রাখার অল্প কয়েক ঘণ্টা পর গতকালই কোভিড-১৯-এর একদফা টেস্ট হয়েছে টাইগার ক্রিকেটারদের। আগামী পাঁচ দিনে (নিউজিল্যান্ডে পা রাখার পর থেকে ষষ্ঠ দিনে) আরো দুই দফা করোনা টেস্ট দিতে হবে তামিম, মুশফিক, রিয়াদদের। মানে এক সপ্তাহ পুরো হওয়ার আগেই ছয় দিনে তিনবার করোনা টেস্ট বাধ্যতামূলক।
বলার অপেক্ষা রাখে না, প্রতিটি ক্রিকেটারের ওই তিন টেস্টেই নেগেটিভ রিপোর্ট আসা জরুরি। ছয় দিনে তিনবার নেগেটিভ হলেই কেবল সপ্তম দিনে হোটেলে জিমওয়ার্ক করার সুযোগ পাবেন ক্রিকেটাররা এবং অষ্টম দিনের মাথায় অনুশীলন করার সুযোগও মিলবে। তবে পুরো দল একসাথে নয়, পাঁচজন করে গ্রুপে ভাগ হয়ে প্র্যাকটিস করতে পারবেন ক্রিকেটাররা। তাতেও মিলছে না মুক্তি। ১২তম দিবসে গিয়ে চতুর্থবারের মতো করোনা টেস্ট দিতে হবে পুরো দলকে। সেই টেস্টের রেজাল্ট নেগেটিভ হলেই ১৪ নম্বর দিন থেকে ফ্রি হয়ে যাবে পুরো দল। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে আগামী ৯ মার্চ পুরো দল একসাথে প্র্যাকটিস করতে পারবে।

 


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল