০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


অনুশীলনে নির্ভার মুমিনুল বাহিনী

-

রাসেল ডোমিঙ্গো সরল বিশ্বাসে বিশ্বাসী বলে জানালেন, ‘নো বডি ইজ পারফেক্ট। এভরিওয়ান মেক মিসটেক। আই নিড গুড বডি ল্যাঙ্গুয়েজ।’
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল মধ্যদুপুরে নেটে পাশাপাশি ব্যাটিং করছিলেন টেস্ট ওপেনার সাদমান ইসলাম ও দলনেতা মুমিনুল হক। দীর্ঘক্ষণ বল থ্রো করে হাঁপিয়ে উঠে নেটের পাশ থেকে শিষ্যদের ব্যাটিং দেখছিলেন। সাদমানের নেটে বল ছুড়ছিলেন ফিল্ডিং কোচ রায়ান কুক, স্পিনার নাঈম ও থ্রোয়ার রমজান। টাইমিংয়ে গড়বড় করে হতাশ হয়ে বসে পড়েন বাঁহাতি ব্যাটসম্যান সাদমান। কুকের পরের বলটাও মনমতো খেলতে পারেননি। ডোমিঙ্গোর চোখে ধরা পড়ে সেসব। তখনি উপরের উক্তিগুলো করেন ডোমিঙ্গো। পরেই সামদান নিজেকে ফিরে পান। তখন কোচ বলেন, ‘প্রত্যেকের কাছ থেকে আমি এমনটাই চাই।’
নিবেদনে কোনো ঘাটতি থাকে না মুমিনুলদেরও। মাঠে এসে সোহান, ইয়াসির, সাদমান, ডোমিঙ্গোকে নিয়ে মাঠ চক্কর দেন। কয়েকবার মাঠ ঘুরে ব্যাট-প্যাড নিয়ে সোজা নেটে। এর আগে সেখানে ব্যাটিং করেন মিথুন ও সাইফ। প্রথমে স্পিনার পরে পেসারদের মোকাবেলা করেন। মুমিনুলকে মনে হচ্ছিল কোনো জড়তা ছাড়াই খেলছেন। তা ছাড়া চট্টগ্রাম বলেই মুমিনুল নির্ভার। এখানে তার পদার্পণ মানেই রানের ফুলঝুরি। ৪০ টেস্টে ২৮৬০ রান করা মুমিনুল চট্টগ্রামে ৯ ম্যাচে ৭৫.৪২ গড়ে করেছেন ১০৫৬ রান। ক্যারিয়ার সর্বোচ্চ ১৮১ রান এসেছে এখানেই।

 


আরো সংবাদ



premium cement