১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


সিরিজ হার টাইগ্রেসদের

-

প্রথম দুই ম্যাচে হেরে সিরিজে আগে থেকেই পিছিয়ে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে ফিরতে হলে গতকাল তৃতীয় টি-২০তে জিততেই হতো নিগার সুলতানা জ্যোতির দলকে। এমন সমীকরণের দিনে আগে ব্যাটিং করে মাত্র ১১৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় ভারতের কাজটা সহজ করে দিয়েছেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। তাদের দু’জনের ৯১ রানের জুটিতেই জয়ের ভিত পায় সফরকারীরা। শেফালি ৫১ রানের ইনিংস খেললেও স্মৃতি ফিরেছেন হাফসেঞ্চুরি পাওয়ার আগে, ৪৭ রানে। শেষ দিকে ৩ উইকেট হারালেও ভারতের জয় নিশ্চিত করেন রিচা ঘোষ ও হারমানপ্রীত কৌর। বাংলাদেশের হ্যাটট্রিক পরাজয়ে পাচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। ৬ ও ৯ মে সিলেটেই সিরিজের শেষ দুই ম্যাচ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১১৮ রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন শেফালি ও স্মৃতি। ভারতের দুই ওপেনারের সামনে কোন চ্যালেঞ্জই জানাতে পারেননি মারুফা আক্তার, ফারিহা ইসলামরা। পাওয়ার প্লে শেষে ভারতের রান বিনা উইকেটে ৫৯। দারুণ ব্যাটিংয়ে শেফালি হাফ সেঞ্চুরি পেয়েছেন ৩৬ বলে। টি-২০ ক্যারিয়ারের এটি তার নবম হাফ সেঞ্চুরি। এরপর রিতু মনি ৫১ রানে সাজঘরে পাঠান শেফালিকে। হাফ সেঞ্চুরির পথে ছিলেন স্মৃতিও (৪৭)। কিন্তু তারকা এই ওপেনারকে পঞ্চাশ ছুঁতে দেননি নাহিদা। দয়ালান হেমলতা ৯ রানে ফিরলেও ভারতকে জিতিয়েছেন হারমানপ্রীত ও রিচা।
এর আগে ব্যাটিং করতে নেমে দিলারা আক্তার দোলা ও মুর্শিদা খাতুনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৪৬ রান তোলে স্বাগতিকরা। মুর্শিাদ ৯ রান ফিরলেও দিলার ফিরেছেন ২৭ বলে ৩৯ করে। নিগার সুলতানার ২৮ এবং সোবহানার ১৫ রানের সুবাদে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান তোলে বাংলাদেশ। ভারতের হয়ে দু’টি উইকেট নিয়েছেন রাধা যাদব।
অথচ একপর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৮৫। সেখান থেকে তারা ১১৭তে ইনিংস শেষ করে।


আরো সংবাদ



premium cement
‘অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই নির্বাচনের পরেও সে কথাই বলেছে যুক্তরাষ্ট্র : ড. মঈন খান ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫ সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, মেসির অবস্থান কোথায়? ৩৬ বছর শিক্ষকতার পর রাজকীয় বিদায় ‘দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে’ দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়া মুম্বাইয়ের সেই বিলবোর্ডের মালিক গ্রেফতার সনাতন ধর্মের শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি রাবি ছাত্রলীগ নেতার জামিনের পর যেভাবে প্রচারণা চালাচ্ছেন কেজরিওয়াল কক্সবাজারে চিংড়ি ঘের থেকে ২ জেলের লাশ উদ্ধার, অভিযোগ হত্যার

সকল