২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাহমুদুল্লাহ একাদশের জয়

-

দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সিরিজটিকে সামনে রেখে নিজেদের মধ্যে ৪০ ওভারের দু’টি প্রস্তুতি ম্যাচের প্রথমটি গতকাল খেলেছে টাইগাররা। বিকেএসপিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম প্রস্তুতি ম্যাচে শুরুতে ব্যাট করে তামিম একাদশ তোলে ১৬১ রান। জবাবে ৩৭ ওভারেই দলকে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় মাহমুদুল্লাহ একাদশ। বিকেএসপির মাঠ অবশ্য ব্যাটিং সহায়ক ছিল না। আন্তর্জাতিক সিরিজের আগে ব্যাট-বলের মরিচা ছাড়ানোর ম্যাচে তাই ক্রিজে সেট হয়েও রান তুলতে ভুগতে হয়েছে তামিম সৌম্যদের। অন্যদিকে সহজে জয় পেলেও রান তুলতে কষ্ট করতে হয়েছে সাকিব-মুশফিকদের। শুরুতে তামিমের সঙ্গে ওপেন করতে নামা লিটন দাস ১০ বলে ২ রানে সাজঘরে ফিরেন। তিনে নেমে নাজমুল শান্ত ৩৫ বলে করেন ২৭ রান। ধীরে ব্যাট করা তামিম আউট হন ৪৩ বলে ২৮ রান করে। থিতু হয়েও দলকে ভরসা দিতে পারেননি তামিম। মিডল অর্ডারে মিঠুন ২৩ বলে ১৬ সৌম্য ৪৬ বলে ২৪ রানে সেট হয়েও সাজঘরে ফিরেন শেষদিকে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান এবং পেস অলরাউন্ডার সাইফউদ্দিন রান না পাওয়ায় দেড় শ’ ছাড়াতেই ৩৭.২ ওভারে গুটিয়ে যায় তামিম একাদশ। তরুণ পেসার হাসান মাহমুদ নেন ৪ উইকেট। আল-আমিন ও শরিফুল নেন দুটি করে উইকেট। জবাবে মাহমুদুল্লাহ একাদশও শুরুতে সুবিধা করতে পারেননি। ওপেনার ইয়াসির আলী রাব্বি ৩ রানে এবং তিনে নেমে সাকিব ২৩ বলে ৯ রানে সাজঘরে ফিরেন। এরপর তরুণ ওপেনার নাঈম শেখের (৫২ বলে ৪৩) সঙ্গে মুশফিক (৪৮ বলে ২৮) জুটি গড়ে দলকে খানিকটা এগিয়ে দেন। তবে ম্যাচ জয়ী ইনিংসটা খেলেন অধিনায়ক মাহমুদুল্লাহ। খেলেন ৬৪ বলে ৫১ রানের হার না মানা ইনিংস। তার সঙ্গে ১৪ বলে ১৩ রান করে ম্যাচ শেষ করেন মেহেদি মিরাজ। তামিম একাদশের মোস্তাফিজ, সাইফউদ্দিন, মেহেদি এবং নাসুম একটি করে উইকেট নেন।


আরো সংবাদ



premium cement