০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


‘ছক্কা হাজারি’ গেইল

-

একজন ব্যাটসম্যান ২০ ওভারের ক্রিকেটে ১৩ হাজার ৫৭২ রান করেছেন, ভাবা যায়! সেই সাড়ে ১৩ হাজার রানের ৬ হাজার ৬ রান করেছেন স্রেফ ছক্কা থেকে। শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬৩ বলে ৯৯ রান করেন ক্রিস হেনরি গেইল ওরফে ইউনিভার্স বস। এই ম্যাচে গেইল পূর্ণ করেন অবিশ্বাস্য এক রেকর্ড! ইন্ডিয়ান পেসার কার্তিক তেয়াগিকে ওভার বাউন্ডারি মেরে টি-টোয়েন্টি ক্রিকেটে হাঁকালেন ১ হাজারতম ছক্কা। এর পাশাপাশি চার মেরেছেন ১ হাজার ৪১টি। চার থেকে আসে ৪ হজার ১৬৪ রান। অর্থাৎ টি-টোয়েন্টি ক্যারিয়ারে গেইল শুধু ছক্কা-চার হঁাঁকিয়েই সংগ্রহ করেছেন ১০ হাজার ১৭০ রান! এই ম্যাচে ১ রানের আপসোস নিয়ে ফিরতে হয় গেইলকে। হয়নি শতরান তার পরও টি-টোয়েন্টি ক্রিকেটে ২২টি সেঞ্চুরি লিখা রয়েছে ক্রিকেট দানবের নামের পাশে।
তবে গেইল ঝড়ের পরও ম্যাচটি ৭ উইকেটে হেরে যায় তার দল কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের দেয়া ১৮৬ রানের টার্গেট ১৭.৩ ওভারে ছুঁয়ে ফেলে রাজস্থান রয়্যালস।

 


আরো সংবাদ



premium cement